You will be redirected to an external website

পায়ের বেহাল দশা? টাকা বাঁচিয়ে কলা দিয়েই করে নিন পেডিকিওর

পায়ের-বেহাল-দশা?-টাকা-বাঁচিয়ে-কলা-দিয়েই-করে-নিন-পেডিকিওর

দীর্ঘদিন অযত্নের ফলে পায়ের অবস্থা খারাপ হতে শুরু করে

তাই দীর্ঘদিন অযত্নের ফলে পায়ের অবস্থা খারাপ হতে শুরু করে। তখন পার্লারে যাওয়া ছাড়া উপায় থাকে না। আর পার্লারে যাওয়া মানেই এক গাদা টাকা খরচ।তাহলে উপায় কী? জানেন কি বাড়িতেই পার্লারের মতো পেডিকিওর করা সম্ভব? এতে টাকাও বাঁচবে আর ফলাফলও ভাল পাবেন। এ বার দেখে নিন বাড়িতে কীভাবে পেডিকিওর করবেন।কলা দিয়েই হয়ে যাবে এই পেডিকিওর। প্রথমে পা ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটা কলা ভাল করে ছাড়িয়ে খোসাটা আলাদা করে নিন।

এ বার খোসা দিয়ে পা ভাল করে ঘষে নিন। আপনার যদি গোড়ালি ফাটার সমস্যা থাকে তবে তা থেকে দ্রুত মুক্তি পাবেন। এ ছাড়া কলার খোসার সঙ্গে বেকিং সোডা মেশালে আরও ভাল ফল পাবেন। কলার খোসার মধ্যে খানিকটা বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর তা দিয়ে পা ঘষে নিতে হবে।কিছুক্ষণ রেখে দিন এইভাবে। তারপর গরম জল দিয়ে পা ধুয়ে নিন। এরপর তোয়ালে দিয়ে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিলেই দেখবেন চকচক করছে আপনার পা।মিক্সারে কলার খোসা, দই, মধু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। এ বার এই পেস্টটি স্ক্রাবের মতো প্রয়োগ করুন পায়ে। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

মিষ্টি-খেতে-মন-চায়?-১৫-মিনিটেই-বানিয়ে-ফেলুন-চকো-লাভা-কেক Read Next

মিষ্টি খেতে মন চায়? ১৫ মি...