You will be redirected to an external website

PUBG প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরল ‘ব্যাটল গ্রাউন্ড’

PUBG-প্রেমীদের-জন্য-সুখবর!-ভারতে-ফিরল-‘ব্যাটল-গ্রাউন্ড’

অবশেষে ভারতে ফিরল ‘ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’

অবশেষে ভারতে ফিরল ‘ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ (BGMI)। রবিবার সকাল থেকেই প্রি-ডাউনলোড করা যাচ্ছে জনপ্রিয় মোবাইল গেমটি। তবে শুধুমাত্র অ্যান্ডড্রয়েড ইউজাররাই এই গেম ডাউনলোড করতে পারছেন। আইওএস (iOS) ইউজাররা ২৯ তারিখ থেকে মোবাইলে ডাউনলোড করতে পারবেন জনপ্রিয় কোরিয়ান গেমটি।

এদিন সকাল থেকে ডাউনলোড করা গেলেও এখনই মোবাইলে BGMI খেলা যাচ্ছে না। ২৯ তারিখ থেকেই গেমটি আগের মতো খেলা যাবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটন। তাদের তরফে জানানো হয়েছে, “BGMI আবার ফিরছে। সকলকে সুস্বাগতম। ২৮ তারিখ থেকে গুগল প্লে স্টোর থেকে প্রি-লোড করা যাবে। ২৯ তারিখ থেকে আবার আগের মতোই খেলা যাবে।” স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর থেকেই পাবজি প্রেমীরা আত্মহারা। সকাল থেকেই ব্যাটল গ্রাউন্ড গেমটি ডাউনলোড করতে ব্যস্ত তারা।

চিনের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হওয়ার পরই কোপ পড়েছিল বহু চিনা অ্যাপে। যার জেরে এ দেশে নিষিদ্ধ হয়েছিল জনপ্রিয় গেম PUBG। সেই শূন্যস্থান পূরণ করে প্রায় একই ধাঁচে তৈরি গেম ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। জনপ্রিয়ও হয়ে ওঠে। এক মধ্যে হঠাৎ গুগল প্লে স্টোর থেকে উধাও হয়ে যায় BGMI গেমটি। গুগলের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের নির্দেশ পাওয়ার পরই নাকি তারা এই অ্যাপটি প্লে স্টোরে ব্লক করে দেয়। এবার ফের পুরোদমে দেশে ফিরছে BGMI।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Beauty-tips:-হালফিল-ফ্যাশনে-নেল-আর্ট-ভীষণ-ট্রেন্ডিং,এই-টোটকায়-নেলপালিশ-থাকবে-অক্ষত... Read Next

Beauty tips: হালফিল ফ্যাশনে নেল ...