You will be redirected to an external website

Durga puja 2023: ত্বক যেমনই হোক, পুজোর আগে ঘরোয়া টোটকাতেই জেল্লা ফিরে পাবেন

Durga-puja-2023:-ত্বক-যেমনই-হোক,-পুজোর-আগে-ঘরোয়া-টোটকাতেই-জেল্লা-ফিরে-পাবেন

পুজোর আগে ঘরোয়া টোটকাতেই জেল্লা ফিরে পাবেন

পুজোর ভিড়ে আলাদা করে নজর কাড়তে পার্লারগুলিতে ঠাসা ভিড়। পা ফেলার এতটুকু জায়গা নেই। তবে ত্বকের যত্ন নিতে সব সময়ে যে পার্লারে যাওয়ার দরকার আছে, তা নয়। বাড়ি বসেই সব ধরনের ত্বকের যত্ন নেওয়া সম্ভব। কাজের চাপে হারিয়ে যাওয়া ত্বকের ঔজ্জ্বল্য ফিরে পেতে পুজোর আগে ভরসা রাখুন ঘরোয়া উপাদানে।

শুষ্ক ত্বক

টক দই এবং ওটমিলের ছোঁয়ায় শুষ্ক ত্বকে আসবে জেল্লা। মধু হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। ফলে ত্বক ভিতর থেকে মসৃণ এবং কোমল রাখতে মধুর জুড়ি মেলা ভার। তা ছাড়া, মধুর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান, ত্বকের যে কোনও প্রকারের সংক্রমণ রুখতে সাহায্য করে।

সাধারণ ত্বক

পুজোর আগে তিন-চার দিন শসা, অ্যালো ভেরা, বেসন এবং এক চিমটে হলুদের মিশ্রণে তৈলাক্ত ত্বক হয়ে উঠবে চকচকে। ত্বকের জেল্লা ধরে রাখতে শসা অব্যর্থ। শসার মূল উপাদান হল জল। শসা যেমন শরীরে জলের ভারসাম্য রক্ষা করে, তেমনই ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে পারে এই ফল। অ্যালো ভেরার রস, শসা কুচি এবং বেসন একসঙ্গে মিশিয়ে ত্বকে মেখে রাখুন।

স্পর্শকাতর ত্বক

স্পর্শকাতর ত্বক হলে রূপচর্চার সময় কয়েকটি বিষয় নিয়ে সতর্ক থাকা জরুরি। কারণ, স্পর্শকাতর ত্বকে চাইলেই সব উপকরণ ব্যবহার করা যায় না। গোলাপ জল, কমলালেবুর খোসা এবং হলুদের মতো প্রাকৃতিক উপাদানগুলি এই ধরনের ত্বকের সমস্যা অনেক অংশেই কমিয়ে দিতে পারে। গোলাপ জলে কমলালেবুর খোসা গুঁড়ো এবং এক চিমটে হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

No-Sugar-Diet:-দ্রুত-রোগা-হতে-কোন-খাবারগুলি-খাবেন,-কোনগুলি-এড়িয়ে-চলবেন? Read Next

No Sugar Diet: দ্রুত রোগা হতে কোন ...