You will be redirected to an external website

Health tips: গরমের জ্বালা ফোঁড়া, ঘরোয়া উপায়েই পাবেন এই যন্ত্রণা থেকে মুক্তি

Health-tips:-গরমের-জ্বালা-ফোঁড়া,-ঘরোয়া-উপায়েই-পাবেন-এই-যন্ত্রণা-থেকে-মুক্তি

যেখানে অতিরিক্ত ঘাম হয় সেখানেই ফোঁড়া হয়

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, মে মাসের শুরুতেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। ৭ জেলায় জারি লাল সতর্কতা। এমন গরমে শরীরের হাল বেহাল। যেখানে-সেখানে ফোড়ার যন্ত্রণা। সাধারণত, শরীরের যে অংশে আর্দ্রতা বেশি এবং যেখানে অতিরিক্ত ঘাম হয় সেখানেই ফোঁড়া হয়। এর থেকে মুক্তি পাওয়ার কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে।

হলুদের মধ্যে অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে তা কম-বেশি অনেকেরই জানা। ফোঁড়ার ক্ষেত্রে হলুদের সঙ্গে দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। তা ফোঁড়ার জায়গায় লাগিয়ে অন্তত তিরিশ মিনিট রেখে দিন। অল্প সময়েই ফল পাবেন।

 আবার এই তাপপ্রবাহের সময় যখন ঘামে শরীর জেরবার হয়ে যায়, তখন নিমপাতা জলে মিশিয়ে স্নান করা ভালো। ১০-২০টা পাতা নিয়ে জলের সঙ্গে ফুটিয়ে নিন। তা ঠান্ডা করে স্নানের জলের সঙ্গে মিশিয়ে নেবেন। লবঙ্গ, তেজপাতা, নিমপাতা, তুলসিপাতা আর হলুদ একসঙ্গে ফুটিয়ে স্নান করলেও নাকি উপকার পাওয়া যায়।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Skin-Care:রোদে-ত্বক-পুড়ে-কালো-হয়ে-যাচ্ছে?-ঘরেই-বানিয়ে-ফেলুন-সানস্ক্রিন Read Next

Skin Care:রোদে ত্বক পুড়ে কাল...