You will be redirected to an external website

Instant Glow: দীপাবলির আগে রাতারাতি ত্বকের জৌলুস বাড়িয়ে ফেলুন

Instant-Glow:-দীপাবলির-আগে-রাতারাতি-ত্বকের-জৌলুস-বাড়িয়ে-ফেলুন

দীপাবলির আগে রাতারাতি ত্বকের জৌলুস বাড়িয়ে ফেলুন

খন চলছে উৎসবের মরশুম। রাত পোহালেই দীপাবলি। তার দু’দিন পর ভাইফোঁটা। খাওয়া-দাওয়ার সঙ্গে চলবে সাজগোজও। নতুন জামার সঙ্গে ম্যাচ করে বেছে নিয়েছেন কানেল দুল। কিন্তু ত্বক যদি জেল্লা না থাকে, তাহলে ঝলমলে পোশাকেও কারও নজর কাড়তে পারবেন না। উৎসবের জেল্লা মুখে-চোখে ফুটে ওঠা জরুরি। কিন্তু সারা সপ্তাহের ব্যস্ততার মাঝে সময় হয়নি ত্বকের দেখভাল করার।

দই ও মুলতানি মাটি: ত্বকে যদি ব্রণর সমস্যা থাকে, এই ফেসপ্যাক আপনাকে রাতারাতি পরিষ্কার ও উজ্জ্বল ত্বক এনে দেবে। ২ চামচ টক দইয়ের সঙ্গে ১ চামচ বেসন ও ১ চামচ মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে ত্বকের উপর লাগান। মিনিট কুড়ি রেখে মুখ ধুয়ে ফেলুন। টক দইয়ে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে এবং বেসনের রয়েছে জিঙ্ক, যা ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। পাশাপাশি মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। 

কফি ও মধুর ফেসপ্যাক: উৎসবের আবহে সকলেরই চাই নিখুঁত ত্বক। তাই রান্নাঘরের তাকে থাকা কফি ও মধুকে একসঙ্গে মিশিয়ে দিন। এই ফেস স্ক্রাব দিয়ে ত্বক এক্সফোলিয়েট করুন। এটি ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করে দেবে। মধুর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এবং এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। আর কফি ত্বককে এক্সফোলিয়েট করে। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Henna-Hair-Pack:-ঢাকবে-ধূসরতা,-বাড়বে-জেল্লা—এভাবে-হেনা-মাখলেই-চুল-পাবেন-মনের-মতো Read Next

Henna Hair Pack: ঢাকবে ধূসরতা, বাড়ব...