You will be redirected to an external website

cooking tips: তাড়াহুড়োয় রান্নায় বেশি নুন পড়ে গিয়েছে?কোন টোটকা মানলে হবে মুশকিল আসান?

cooking-tips:-তাড়াহুড়োয়-রান্নায়-বেশি-নুন-পড়ে-গিয়েছে?কোন-টোটকা-মানলে-হবে-মুশকিল-আসান?

খাবারের স্বাদ ফেরান এক টোটকাতেই

রান্নায় নুন ঠিকঠাক না হলে সেই রান্না খাওয়া যায় না। নুন কম হয়ে গেলে সেই খাবার বিস্বাদ লাগে, আর নুন যদি বেশি পড়ে যায় তাহলে সেই খাবার মুখেই তোলা যায় না। কাঁচা নুন পাতে খাওয়া বারণ, তাই রান্নায় বেশি নুন দিয়ে দেওয়ার অভ্যাস অনেকের আছে। অনেক সময় আবার ভুলবশতই রান্নায় নুন বেশি পড়ে যায়! তখন সব্জি, তরকারি, ডাল কিংবা আমিষ পদ ফেলে দেওয়া ছাড়া আর উপায় থাকে না।

১) মাছ-মাংসের ঝোল হোক কিংবা ডাল-তরকারি— ঝোলে নুন বেশি হয়ে গেলে মুশকিল আসান হতে পারে আটা দিয়ে। ফ্রিজে অনেক সময় মাখা আটা রাখা থাকে। সেই আটা দিয়ে ছোট ছোট গুলির মতো লেচি বানিয়ে ঝোলে দিয়ে দিন। মিনিট পাঁচেক ঝোল ফুটে গেলে লেচিগুলি ঝোল থেকে তুলে ফেলে দিন। চেখে দেখুন, ঝোলের নোনা ভাব একেবারে কেটে যাবে।

২) ঝোলের নোনতা ভাব কাটাতে ফ্রেশ ক্রিমের ব্যবহারও করতে পারেন। এতে স্বাদও বাড়বে এবং নোনা ভাবও সহজেই কেটে যাবে। বাড়িতে ক্রিম না থাকলে টক দইও দিতে পারেন। এতেও কাজ হবে।

৩ ) সমস্যা বেশি হয় শুকনো কোনও সব্জিতে নুন বেশি পড়ে গেলে। এ ক্ষেত্রে নোনতা ভাব কাটাতে হবে রান্নায় টক ভাব বাড়িয়ে। শুকনো রান্নায় আমচুর গুঁড়ো, চাট মশলা, টম্যাটো, লেবুর রস এই সব দিয়ে নোনতা ভাব কমানো যায়।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Chocolate-Brownie:প্রিয়জনের-মন-জয়-করুন-চকো-ব্রাউনি-বানিয়ে!-সময়-লাগবে-মাত্র-দু’-মিনিট Read Next

Chocolate Brownie:প্রিয়জনের মন জয় ক...