কম খরচে দেখে আসুন ভারতের সেরা জলপ্রপাত
এ বছর পুজোতে উত্তরবঙ্গ বা সিকিম যাওয়ার প্ল্যান বাদ দিন। বরং, যেতে পারেন ছত্তিশগড়ে। ছত্তিশগড়েও দর্শনীয় স্থানের অভাব নেই। কিন্তু সেরা গন্তব্য জগদলপুর। ছোটবেলায় ভূগোলের বইতে যেসব জলপ্রপাতের কথা পড়েছিলেন, সেগুলো চাক্ষুষ দেখতে চলে আসুন জগদলপুরে। বর্ষার পরে সবুজে মোড়া পাহাড়, জঙ্গল, নদী, জলপ্রপাত নিয়ে জগদলপুর। কী-কী দেখবেন, রইল তালিকা।
জগদলপুরের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে চিত্রকূট জলপ্রপাতে। ৩৮ কিলোমিটার দূরে ইন্দ্রবতী নদীতে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত। জগদলপুরের একদম পশ্চিমে রয়েছে এই জলপ্রপাত। ইন্দ্রবতী নদী ঘোড়ার খুড়ের মতো আকারের সংকীর্ণ পথ পেরিয়ে এসে ৯৫ ফুট উচ্চতা থেকে উলম্বভাবে পড়েছে নীচে। জলপ্রপাতের সৌন্দর্যের কারণেই চিত্রকূট ভারতের নায়গ্রা বলা হয়। বর্ষাকালেই এই ‘ভারতীয় নায়গ্রা’র ভয়াবহ রূপ দেখা দেয়। তবে, অক্টোবরে বেড়াতে গেলেও নিরাশ হবেন না। চিত্রকূট থেকে ২৫ কিলোমিটার দূরত্বে রয়েছে চিত্রধারা। চিত্রধারা জলপ্রপাতকে ‘মিনি তীর্থগড়’ও বলা হয়।
জগদলপুর থেকে ৩০ কিলোমিটার দূরত্বে রয়েছে তীর্থগড় জলপ্রপাত। কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত এই জলপ্রপাত। তারই ৬ কিলোমিটার দূরে রয়েছে কটোমসর গুহা। অক্টোবরে এখানে গেলে রয়েছে জঙ্গল সাফারির সুযোগ। জগদলপুরের পশ্চিমে, ৪৪ কিলোমিটার দূরে রয়েছে মেন্দ্রী ঘুমার জলপ্রপাত। ‘দ্য ফগ ভ্যালি’ উপত্যকার কোলে ৭০ মিটার উঁচু দিয়ে লাফিয়ে পড়ছে জল। এছাড়া আরও প্রায় ৫০ কিলোমিটার গেলে দেখতে পারেন তামার ঘুমার জলপ্রপাত।