পুজোর দিনগুলোয় মুখ পরিষ্কার করুন চাল ধোয়া জল দিয়ে
দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। তিলোত্তমা সেজে উঠছে উৎসবের আমেজে। তার মাঝে আপনি নিজেকে সাজাচ্ছেন তো? পুজোয় পাঁচদিনই চাই নিখুঁত ত্বক। আর সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ত্বককে পরিষ্কার রাখা।ধুলোবালি, তেল, দূষণ, মেকআপে ত্বকের অবস্থা বেহাল হয়ে পড়ে। তাই পুজোর কয়েকটা দিন ত্বক পরিষ্কার করুন চাল ধোয়া জল দিয়ে। রূপচর্চার দুনিয়ায় বেশ ট্রেন্ডিং রাইস ওয়াটার ফেসওয়াশ।
বাজারে একাধিক নামী ব্র্যান্ডের রাইস ওয়াটার ফেসওয়াশ পেয়ে যাবেন। কিন্তু তার দামও আকাশছোঁয়া। আর পুজোর সময় নতুন প্রসাধনী নিয়ে ত্বকের উপর পরীক্ষা-নিরীক্ষা না করাই ভাল। তার চেয়ে চাল ধোয়া জলকেই কাজে লাগান। চাল ধোয়া জলে অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট থেকে শুরু করে একাধিক খনিজ পদার্থ রয়েছে। এটি বলিরেখা, সূক্ষ্মরেখা দূর করে দেয়। পাশাপাশি ত্বককে টানটান করে তোলে।চাল ধোয়া জল ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ত্বকের জমে থাকা সমস্ত মেকআপ, তেল পরিষ্কার করে দেয়। পাশাপাশি ত্বকের পিএইচ স্তরের মাত্রাও বজায় রাখে।
এখন ঋতু পরিবর্তনের সময়। বাতাসে ধীরে-ধীরে আর্দ্রতা কমবে। তাই ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। কিন্তু চাল ধোয়া জল দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। তাছাড়া শুষ্ক ত্বকের জন্য আদর্শ ক্লিনজার চাল ধোয়া জল।আপনি চাইলে পুজোর দিনগুলো ছাড়াও প্রতিদিন চাল ধোয়া জল দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। ত্বকের যত্নে এটি একটি স্বাস্থ্যকর অভ্যাস। ত্বকের উপর প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে চাল ধোয়া জল।