You will be redirected to an external website

Dandruff Problem: নারকেল তেল দিয়েই তাড়ানো যাবে নাছোড়বান্দা খুসকিকে

Dandruff-Problem:-নারকেল-তেল-দিয়েই-তাড়ানো-যাবে-নাছোড়বান্দা-খুসকিকে

নারকেল তেল দিয়েই তাড়ানো যাবে নাছোড়বান্দা খুসকিকে

যতই চুলের পরিচর্যা করুন, কিছুতেই পিছু ছাড়তে চায় না খুসকি। শুধু শ্যাম্পু আর কন্ডিশনিং করে সে খুসকি সামাল দেওয়া মুশকিল, ফলে দরকার বিশেষ যত্ন।খুসকিকে নির্মূল করা মোটেই সহজ কাজ নয়। বার বার তা ফিরে আসে। দৈনন্দিন ব্যবহারের এই তেল দিয়েই খুসকির বিদায় ঘণ্টা বাজাতে পারবেন আপনি।খুসকি তাড়াতে দারুণ কাজ দেয় নারকেল তেল। নারকেল তেলের ছত্রাক বিনষ্ট করার ক্ষমতা রয়েছে এবং তা চুলের গভীরে ঢুকে চুলের পুষ্টি জোগায় এবং যে কোনওরকম সংক্রমণ থেকে স্ক্যাল্পকে মুক্ত রাখতে পারে।

নারকেল তেল দিয়ে ডিপ কন্ডিশনিং করলে শুষ্ক স্ক্যাল্পের সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন আপনি। প্রথমে চুলটা শ্যাম্পু করে নিন, কন্ডিশনিং করবেন না। তারপর আধভেজা চুল কয়েকটা ভাগে ভাগ করে হাতের পাতায় পরিমাণমতো নারকেল তেল নিয়ে স্ক্যাল্পে আর চুলে লাগাতে শুরু করুন।শুষ্ক স্ক্যাল্পই খুসকির প্রথম আর প্রধান কারণ। তা থেকে আপনাকে মুক্তি দিতে পারে নারকেল তেল দিয়ে অয়েল মাসাজ। চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেল নিয়ে হালকা গরম করে নিন।

লেবুর সাইট্রিক অ্যাসিড চুলের পিএইচ লেভেল বজায় রাখতে সাহায্য করে, স্ক্যাল্পকে সংক্রমণের হাত থেকেও বাঁচায়। নারকেল তেলের গুণের সঙ্গে লেবুর গুণ যুক্ত হলে খুসকি পালাতে বাধ্য!জোজোবার তেলের গঠন অনেকটা আমাদের মাথায় তৈরি হওয়া প্রাকৃতিক তেলের গঠনের মতোই! তাই শুষ্ক স্ক্যাল্প আর চুলে প্রাণ ফেরাতে জোজোবা অয়েল অনেকেই ব্যবহার করেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Detox-Water:-সারাদিনে-কত-লিটার-ডিটক্স-ওয়াটার-খেলে-ওজন-কমবে? Read Next

Detox Water: সারাদিনে কত লিটার ড...