You will be redirected to an external website

Cold Cream: শীতের ভরসা কোল্ড ক্রিম, খরচ বাঁচিয়ে নিজেই বানিয়ে নিন

Cold-Cream:-শীতের-ভরসা-কোল্ড-ক্রিম,-খরচ-বাঁচিয়ে-নিজেই-বানিয়ে-নিন

শীতের ভরসা কোল্ড ক্রিম

ডিসেম্বর আসতেই ড্রেসিং টেবিলে দেখা মিলছে কোল্ড ক্রিমের। শীতকালে শুষ্ক ত্বক খুব সাধারণ সমস্যা। শুষ্ক ত্বকের যত্নে শীতকালে কোল্ড ক্রিম ছাড়া গতি নেই।বাজারে যে সব কোল্ড ক্রিম পাওয়া যায়, সেগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখে। কিন্তু দিনের পর দিন কোল্ড ক্রিম মাখতে থাকলে ত্বক কালো হয়ে যায়। ত্বকের জেল্লা হারিয়ে যায়।বাজার থেকে কোল্ড ক্রিম না কিনে আপনি বাড়িতেই এটি বানাতে পারেন। হোমমেড কোল্ড ক্রিম তৈরি করুন প্রাকৃতিক উপাদান দিয়ে। এতে ত্বক কোমল থাকার পাশাপাশি ত্বকের জেল্লাও ধরে রাখে।

হাতের কাছে নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল, বাদাম তেল আর শিয়া বাটার থাকলেই তৈরি হয়ে যাবে কোল্ড ক্রিম। চাইলে পছন্দের এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন।একটি বড় পাত্রে জল গরম বসান। তার উপর আরও একটি পাত্র রাখুন। এই পাত্রে ১/২ কাপ বাদাম তেল ও ১/৪ কাপ নারকেল তেল ঢেলে দিন। তার সঙ্গে ২ চামচ শিয়া বাটার মিশিয়ে মিশ্রণটি গলিয়ে নিন।খেয়াল রাখুন তেলের মধ্যে যেন জল না ঢুকে যায়। এবার একটি চামচ দিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। উপকরণগুলো একে-অপরের সঙ্গে মিশে গেলে গ্যাস বন্ধ করে দিন।

এবার তেলের মিশ্রণের মধ্যে ২টো ভিটামিন ই ক্যাপসুল কেটে তরলটা মিশিয়ে দিন। পাশাপাশি ২-৪ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েলও মিশিয়ে দিতে পারেন। এবার মিশ্রণটি চামচ দিয়ে ফেটিয়ে নিন।এবার এই কোল্ড ক্রিম ভরে নিন কাচের শিশিতে। এই কোল্ড ক্রিম ত্বককে পুষ্টি জোগাবে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখবে। এই কোল্ড ক্রিম আপনি গোটা শীতজুড়ে ব্যবহার করতে পারেন। ৪ মাস পর্যন্ত ভাল থাকবে এই কোল্ড ক্রিম। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

শীতে-ত্বক-ফাটতে-শুরু-করেছে?-গরম-জলেই-হবে-সমাধান Read Next

শীতে ত্বক ফাটতে শুরু করে...