You will be redirected to an external website

Kasundi Ilish: ফিশ ফ্রাইয়ের সঙ্গে কাসুন্দি সকলেই খান, কাসুন্দি দিয়ে রান্না করুন ইলিশ

Kasundi-Ilish:-ফিশ-ফ্রাইয়ের-সঙ্গে-কাসুন্দি-সকলেই-খান,-কাসুন্দি-দিয়ে-রান্না-করুন-ইলিশ

কাসুন্দি দিয়ে রান্না করুন ইলিশ

মাছের স্বাদ যেমনই হোক, বর্ষাকালে বাড়িতে ইলিশ আসবে না, তা কী করে হয়? খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা, বেগুন দিয়ে ইলিশের ঝোল, সর্ষের ঝাল সবই তো খেয়েছেন।ভাজা খাবারের সঙ্গে কাসুন্দি খেয়েছেন বহু বার। কিন্তু কাসুন্দি দিয়ে ইলিশ রান্না করবেন কী করে? চিন্তা নেই। রইল কাসুন্দি ইলিশের রেসিপি।

উপকরণ

ইলিশ মাছ-৬ টুকরো

কাসুন্দি-১/২ কাপ

হলুদ গুঁড়ো-১/৪ চা চামচ

সর্ষের তেল-১/৪ কাপ

কাঁচালঙ্কা-৪,৫টা

নুন-স্বাদ মতো

প্রণালী

১) একটা বড় কড়াইতে কাসুন্দি, তেল, নুন ও হলুদ একসঙ্গে নিয়ে ইলিশ মাছের টুকরোয় মাখিয়ে নিন।

২) এর উপরে কাঁচালঙ্কা চিরে দিন। ১৫ থেকে ২০ মিনিট এই মিশ্রণ মাখিয়ে রেখে দিন।

৩) এর পর একটি টিফিন বাক্সে কাসুন্দি মাখানো মাছগুলি রেখে দিন।

৪) এ বার কড়াইতে জল গরম করতে দিন। মাছ ভরা বাক্সটি ওই ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দিন।

৫) মিনিট ১৫ পরে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাসুন্দি ইলিশ।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Vitamin-E-For-Face:-এই-ফেসিয়াল-করতে-পারবেন-সহজেই,এক-সপ্তাহের-মধ্যে-চমকাবে-মুখ! Read Next

Vitamin E For Face: এই ফেসিয়াল করতে প...