চুলের সমস্যায় ভুগলে চুল কেটে ফেলা কোনও সমাধান নয়
দু’মুখো চুলের সমস্যায় ভুগলে চুল কেটে ফেলা কোনও সমাধান নয়। স্প্লিট এন্ডের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে চুলের যত্ন নেওয়ার পদ্ধতিতে বদল আনতে হবে। অতিরিক্ত পরিমাণে হিট ব্যবহার করলে, রাসায়নিক পণ্য ব্যবহার করলে, এমনকি গরম জলে স্নান করলে চুলের ডগা ফেটে যায়। ঘন ঘন চুলে রং করানো, ড্রাই শ্যাম্পু, স্ট্রেটনার ব্যবহার করলে দু’মুখো চুলের সমস্যা বাড়ে।
নারকেল তেল: স্প্লিট এন্ডের সমস্যা দূর করতে নারকেল তেলের সঙ্গে বন্ধুত্ব করুন। নারকেল তেল চুল ও স্ক্যাল্পের যত্ন নেয়। নিয়মিত নারকেল তেল মাখলে দু’মুখো চুলের সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষবে না। নারকেল তেল অল্প গরম করে নিন। তারপর সেটা চুল ও স্ক্যাল্পে ভাল করে মালিশ করুন। ১-২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এই উপায়ে সপ্তাহে ৩-৪ দিন নারকেল তেল ব্যবহার করতে পারেন।
বিয়ার: বিয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হলেও চুলের উপর দারুণ কাজ করে। বিয়ার শুষ্ক স্ক্যাল্পের সমস্যা দূর করে এবং চুলে আর্দ্রতা বজায় রাখে। চুলে ভলিউম এনে দেয়। পাশাপাশি চুলের ফলিকলকে ক্ষয়ের হাত থেকে বাঁচায় এবং মজবুত করে তোলে। তবে, চুলের যত্নে আপনাকে ফ্ল্যাট বিয়ার ব্যবহার করতে হবে। শ্যাম্পু করার পর চুলে বিয়ার ঢেলে দিন। মাথায় বিয়ার মাখার পর ২-৩ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিন।