You will be redirected to an external website

Dandruff: ড্যানড্রাফের সমস্যায় নাজেহাল? এই ঘরোয়া উপাদান চুলে লাগালেই দূর হবে খুশকি

Dandruff:-ড্যানড্রাফের-সমস্যায়-নাজেহাল?-এই-ঘরোয়া-উপাদান-চুলে-লাগালেই-দূর-হবে-খুশকি

খুশকি হলে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয়

খুশকি হলে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয়। ফলে সময়মতো সেটা নিয়ন্ত্রণ করা না গেলে চুল ও মাথার ত্বকের উপর মারাত্মক প্রভাব পড়ে। খুশকি দূর করতে গিয়ে অনেকই নাজেহাল হয়ে পড়েন। অনেকেরই অভিযোগ, খুশকি চলে গিয়েও যেন বারবার ফিরে আসে। তবে ঘরোয়া কিছু জিনিস ব্যবহার করেই খুশকি থেকে মুক্তি পেতে পারেন।

বহেড়া ব্যবহার করুন- খুশকির সমস্যা দূর করতে খুব কার্যকরী বহেড়া। এটি গোড়া থেকে খুশকি দূর করতে সাহায্য করে। এছাড়া চুলের বৃদ্ধিতেও খুব উপকারী বহেড়া। এই ফল মিক্সারে পিষে নিয়ে অ্যালোভেরা জেল বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে মাথার স্ক্যাল্পে লাগান।

নিম লাগান – আয়ুর্বেদ ভেষজ হিসাবে নিমপাতা খুব উপকারী। এটা ত্বকের পাশাপাশি চুলের জন্যও খুবই উপকারী। চুলে নিমপাতা পেস্ট করে লাগালে চুল পড়া বন্ধ হয় এবং খুশকি দূর হয়। নিমপাতা ভেজানো জল দিয়ে চুল ধুলেও উপকার পাবেন।

মেথি ভালো- মেথি শুধু ডায়াবেটিসেই উপকারী নয় চুল থেকে খুশকি দূর করতেও কার্যকরী। চুলে খুশকি বা অন্য কোনও সমস্যাতেও উপকারী এটি। মেথি ভেজানো জল দিয়ে চুল ধুতে পারেন বা মেথির পেস্ট স্ক্যাল্পে লাগাতে পারেন। এতে ধীরে-ধীরে খুশকি কমতে শুরু করবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Bengali-Hilsa-fish:-গরম-ভাতের-সঙ্গে-থাকুক-আম-ইলিশ-রেঁধে-দেখুন,-তাক-লেগে-যাবে Read Next

Bengali Hilsa fish: গরম ভাতের সঙ্গে থ...