মুখের কালচে দাগছোপ দূর হবে ঘরোয়া ৩ প্যাকে
যতই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকুন না কেন, বাইরে বেরোলেই রোদের তাপ লাগবে। বাড়িতে থাকলেও এক-দু’বার হেঁশেলে ঢুকতে হবে। সেই গরম তাপ লেগে ত্বকের হাল খারাপ হতেই পারে।তবে রূপটানশিল্পীরা বলছেন, তার বদলে নিয়মিত ঘরোয়া কয়েকটি প্যাক মাখলে এই সমস্যা অনেকটা সামাল দেওয়া যেতে পারে।
বেসন এবং হলুদের প্যাক
ছোট একটি পাত্রে ২ টেবিল চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে নিন। চাইলে গোলাপ জল বা কাঁচা দুধ দিয়ে এই মিশ্রণ তৈরি করতে পারেন। মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে মেখে রাখুন এই প্যাক। মিনিট পনেরো মুখে মেখে রাখুন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
চন্দনের গুঁড়ো এবং গোলাপ জলের প্যাক
ছোট একটি পাত্রে গোলাপ জলের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণ যেন খুব পাতলা না হয় সে দিকে খেয়াল রাখবেন। মিনিট পনেরো এই মিশ্রণ মেখে রেখে দিন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের জেল্লা নজরে পড়বে।
পাকা পেঁপে এবং মধুর প্যাক
রোদে পোড়া নিষ্প্রাণ ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে পারে পাকা পেঁপে এবং মধুর মিশ্রণ। পাকা পেঁপে চটকে তার মধ্যে পরিমাণ মতো মধু দিয়ে দিন। হাল্কা কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মেখে নিন এই প্যাক।