You will be redirected to an external website

Hanging Pots:পিটুনিয়া থেকে ফিউশা, বাহারি ফুলে সাজিয়ে তুলুন ঝোলানো টব

Hanging-Pots:পিটুনিয়া-থেকে-ফিউশা,-বাহারি-ফুলে-সাজিয়ে-তুলুন-ঝোলানো-টব

বাহারি ফুলে সাজিয়ে তুলুন ঝোলানো টব

বারান্দা হোক বা ছাদ, ঝুলন্ত টবে রং-বেরঙের ফুলের ছোঁয়া বদলে দেয় বাড়ির সৌন্দর্য। ফুলের সান্নিধ্যে এলে মনখারাপও ভাল হয়ে যায়। সাধারণত ঝুলন্ত টবে একটু ঝাঁকড়া গাছ, রঙিন ফুল দেখতেই বেশি ভাল লাগে।

পিটুনিয়া

পিটুনিয়ার রকমারি রং মন ভাল করতে পারে নিমেষে। একরঙা, দোরঙা রকমারি ফুল টবে ভর্তি হয়ে থাকলে দূর থেকেও চোখ যাবে সে দিকে। এই গাছের বৃদ্ধির জন্য দিনে অন্তত ছ’ঘণ্টা সূর্যের আলো প্রয়োজন। তবে খুব গরমের দিনে মাথায় ছাউনি থাকলে ভাল। মাটি ভিজে থাকা প্রয়োজন, কিন্তু গোড়ায় জল বসলে চলবে না। জল বেশি হয়ে গেলে এই ফুল বিবর্ণ হয়ে যেতে পারে। 

জেরেনিয়াম

রঙিন এই ফুলের শোভা বদলে দিতে পারে বাড়ির সৌন্দর্য। এই ফুল বেড়ে ওঠার জন্য মাটিতে আর্দ্রতা প্রয়োজন। যে টবে বসানো হচ্ছে, খেয়াল রাখতে হবে তাতে যেন ছিদ্র থাকে। দিনে অন্তত ছ’ঘণ্টা রোদ পাওয়া জরুরি। প্রয়োজন মতো সারও দিতে হবে।পাশাপাশি, ঝরে পড়া পাতা ও ফুল নিয়মিত পরিষ্কার করতে হবে।

মিলিয়ন বেল

ছোট ছোট ফুলগুলি দেখতে কিছুটা পিটুনিয়ার মতো। উল্টো দিক থেকে দেখলে মনে হবে, ছোট ঘণ্টা। এই গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন রোদের। দিনে অন্তত ছ’ঘণ্টা সূর্যের আলো জরুরি। প্রয়োজন মতো জল দিত হবে। তবে, বেশি হয়ে গেলে চলবে না। যে টবে ফুল ফুটবে, তাতে জল বেরোনোর ছিদ্র থাকা আবশ্যিক। নিয়মিত জল দিতেই হবে গাছটিতে। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Monsoon-Fashion-Tips:-বৃষ্টির-এই-মরশুমে-চাই-স্পেশাল-ফ্যাশন,-রইল-৫-টিপস Read Next

Monsoon Fashion Tips: বৃষ্টির এই মরশু...