You will be redirected to an external website

803 দিনে ডেলিভারি ! অনলাইনে জুতো কিনে মহাফ্যাসাদে মহিলা

803-দিনে-ডেলিভারি-!-অনলাইনে-জুতো-কিনে-মহাফ্যাসাদে-মহিলা

অনলাইনে জুতো কিনে মহাফ্যাসাদে মহিলা

আজকাল অনলাইনে যে কোনও জিনিস কেনাই অনেক সহজ হয়ে গিয়েছে। ঘরে বসেই শুধুমাত্র নির্দিষ্ট অ্যাপে একটি ক্লিকেই চলে আসবে পছন্দের জিনিসপত্র। তাই তো জামা-কাপড় থেকে শুরু করে জুতো কিংবা প্রয়োজনীয় যে কোনও জিনিসপত্র, এমনকী বাজারহাট করার জন্য আট থেকে আশি সকলেরই পছন্দ অনলাইন শপিং। এতে যেমন বাইরে বেরিয়ে সময় নষ্টও হয় না, আবার অনেক রয়েছে অনেক ডিসকাউন্টের প্রলোভনও । তবে অনলাইনে কেনা জিনিস যে সমসময় দ্রুত চলে আসে এমনটাও নয়। কিছু সময়ে অনলাইনে ডেলিভারি পৌঁছাতে অনেক সময় নিয়ে নেয়। কিন্তু অনলাইনে কোনও অর্ডার 2 বছর 2 মাস বাদে আসবে দেখিয়েছে ? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন এক মহিলা। যিনি নিজের জন্য অনলাইনে অর্ডার দেওয়া জুতো পেতে কার্যত 803 দিন অপেক্ষা করতে হবে দেখে হতভম্ব হয়ে যান।

আজব ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের বাসিন্দা কেরি কিনসেলার এক বন্ধুর সঙ্গে। যিনি অনলাইন সাইট ASOS থেকে একটি জুতো অর্ডার করেছিলেন যা সংশ্লিষ্ট কোম্পানির তরফে অপ্রত্যাশিতভাবে 803 দিন বাদে ডেলিভার করা হবে বলে জানানো হয়েছিল।

বন্ধুর অর্ডারের স্ক্রিনশট শেয়ার করে কেরি পোস্ট লেখেন, "আমার বন্ধু অনলাইন শপিং সাইট ASOS থেকে স্নিকার অর্ডার দিয়েছেন, কিন্তু সেটি 803 দিন বাদে ডেলিভার করা হবে। শুধু একটি পারসেলের জন্য তাঁকে 26 দিন অপেক্ষা করতে হচ্ছে। যদিও সাধারণত এই ধরনের অর্ডার পরের দিনই চলে আসে, কিন্তু এবার 803 দিন অপেক্ষা করতে হবে বলে স্থানীয় এক সংবাদমাধ্যমে জানিয়েছেন কিনসেলা।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

ঠান্ডায়-টগবগে-স্যুপ-খেয়ে-গরম-করুন-শরীর,-চেনা-আনাজ-দিয়েই-বানান-স্যুপ Read Next

ঠান্ডায় টগবগে স্যুপ খেয়...