You will be redirected to an external website

Winter Skincare: ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে পারেন মাত্র ৭ দিনেই

Winter-Skincare:-ত্বকের-হারিয়ে-যাওয়া-জেল্লা-ফিরিয়ে-আনতে-পারেন-মাত্র-৭-দিনেই

জেল্লা ফিরিয়ে আনতে পারেন মাত্র ৭ দিনেই

ত্বকের যত্ন নিতে যা যা প্রসাধনী প্রয়োজন কিনে ফেলেছেন। কিন্তু এত কিছু তো প্রতি দিন ব্যবহার করা যায় না। তাই যখন যেটা ইচ্ছা হয়, মেখে ফেলেন। আবার মাঝে বেশ কিছু দিন মুখে ক্রিমটুকু মাখার কথাও মনে থাকে না। তার পর আয়নার সামনে দাঁড়িয়ে ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা নিয়ে চিন্তায় পড়েন। চিকিৎসকদের মতে, ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে হঠাৎ করে এক দিন নয়, চর্চা করতে হবে রুটিন মেনে। 

গরম জলের ভাপ

ত্বকের ছোট ছোট ছিদ্রে জমা তেল, ধুলোময়লা টেনে বার করে আনতে পারে গরম জলের ভাপ। মুখের পেশিকে আরাম দেয় এবং মুখে জমা মেদ ঝরাতেও সাহায্য করে। তবে বেশি ক্ষণ ধরে গরম জলের বাষ্প মুখে নিলে আবার হিতে বিপরীত হতে পারে। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা এ বিষয়ে সতর্ক থাকবেন।

নিয়মিত ফল খাওয়া

শরীর ভাল রাখতে মরসুমি ফল খেতে বলেন পুষ্টিবিদেরা। ত্বকের লাবণ্য ধরে রাখতে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট যুক্ত ফল খাওয়া ভীষণ প্রয়োজনীয়।

 পর্যাপ্ত জল খাওয়া

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে চাইলে শুধু বাইরে থেকে প্রসাধনী মাখলেই হবে না। পর্যাপ্ত পরিমাণে জলও খেতে হবে।

অস্বাস্থ্যকর খাবার বাদ

অতিরিক্ত ভাজাভুজি, তেলমশলা যুক্ত খাবার খেলে মুখে ব্রণ হতে পারে। ব্ল্যাকহেড্‌স, হোয়াইটহেড্‌সের মতো সমস্যা বেড়ে যায় এমন খাবার খেলে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

নিউ-ইয়ারের-ঘরোয়া-পার্টিতে-মাঝে-চটজলদি-বানিয়ে-ফেলুন-চিকেন-রোস্ট Read Next

নিউ ইয়ারের ঘরোয়া পার্টি...