You will be redirected to an external website

Cucumber Water: ওজন কমাতে চান? এই ফলের জল রোজ খেলেই গলবে তলপেটের মেদ

Cucumber-Water:-ওজন-কমাতে-চান?-এই-ফলের-জল-রোজ-খেলেই-গলবে-তলপেটের-মেদ

এই ফলের জল রোজ খেলেই গলবে তলপেটের মেদ

শসার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কমবেশি সকলেরই জানা। এই ফল জলে পরিপূর্ণ। কিন্তু ওজন কমাতে গেলে শুধু শসা খেলে চলবে না। আপনাকে খেতে হবে শসার জল। অর্থাৎ, শসার তৈরি ডিটক্স ওয়াটারে দ্রুত ওজন কমবে। শসার মধ্যে যে জল থাকে, তার মধ্যে মিনারেল, ভিটামিন ও ইলেক্ট্রোলাইট রয়েছে। শসা খাওয়ার মাধ্যমে দেহে পুষ্টির ঘাটতি পূরণ করতে পারবেন এবং ওজন কমাতে পারবেন। কিন্তু শসার ডিটক্স ওয়াটার বা শসার জল ওজন কমাতে দুর্দান্ত কাজ করে।

শসার মধ্যে এরেপসিন নামের এক ধরনের রাসায়নিক যৌগ রয়েছে, যা প্রোটিন ভাঙার একটি পাচন এনজাইম। এটি হজমে সহায়তা করে। শসার জল খেলে এটি হজম স্বাস্থ্য উন্নতের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। শসার মধ্যে প্রচুর ফাইবার রয়েছে। শসার জল খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে এবং অতিরিক্ত খাবার খাওয়া থেকে আপনি দূরে থাকেন।

শসার মধ্যে জলের পরিমাণ বেশি কিন্তু ক্যালোরি নেই। তাই স্ন্যাকস হিসেবে শসা খাওয়া যায়। আর শসার জল খেলেও শরীরে ক্যালোরি প্রবেশ করে না এবং শরীর হাইড্রেটেড থাকে। আর হাইড্রেশন আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে।

তাজা শসা নিন। খোসা ছাড়িয়ে নিতে পারেন। আবার খোসা সমেতও শসা ব্যবহার করতে পারেন। গোল গোল করে শসা কেটে নিন। একটি গ্লাসের জারে ভর্তি জল নিন। এর মধ্যে শসার কুচি, লেবুর টুকরো, পুদিনা পাতা ও আদা কুচি ফেলে দিন। এই জল ফ্রিজে কয়েক ঘণ্টার জন্য রেখে দিন। সারারাতও রাখতে পারেন। এরপর এই জল সারাদিন ধরে খান। এতে হজম স্বাস্থ্য উন্নত হবে এবং সহজেই মেদ ঝরবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Nail-Care-Tips:গরমে-ঘন-ঘন-স্নান-তো-করছেন,-নখের-সংক্রমণ-ঠেকানোর-উপায় Read Next

Nail Care Tips:গরমে ঘন ঘন স্নান তো ...