প্রচণ্ড গরমে ড্রাই আই সিনড্রোমের সমস্যা হচ্ছে
দিল্লি, উত্তর প্রদেশ-সহ বেশ কিছু রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রির বেশি। যার ফলে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন এবং পেটের রোগের ঘটনা বাড়ছে। প্রচণ্ড গরমে বহু মানুষ ড্রাই আই সিনড্রোমেরও শিকার হচ্ছে। সময়মতো এর চিকিৎসা না হলে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। ড্রাই আই সিনড্রোম কী এবং কীভাবে এটি প্রতিরোধ করা যায় জেনে নেওয়া যাক
চিকিৎসকদের মতে, ড্রাই আই সিনড্রোম চোখের একটি রোগ। চোখে পর্যাপ্ত পরিমাণে তরল তৈরি না হলে এই রোগ হয়। এই রোগের প্রাথমিক লক্ষণ হল, চোখ শুষ্ক হয়ে যাওয়া ও চোখ চুলকায়। সময়মতো চিকিৎসা না করলে চোখ নষ্ট হয়ে যেতে পারে।
দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চক্ষু বিভাগের এইচওডি অধ্যাপক ডা. এ কে গ্রোভার জানান, বর্তমানে অনেক রোগীই ড্রাই আই সিনড্রোমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমের জন্যই এটা হচ্ছে। যাঁরা বেশিক্ষণ রোদে থাকেন তাঁরা বেশি এই সমস্যায় পড়েন। এর ফলে চোখে জ্বালাপোড়া ভাব, চোখে আর্দ্রতা কম হওয়ার মতো সমস্যা দেখা দেয়।
ড্রাই আই সিনড্রোমের কারণ ব্যাখ্যা করে ডা. গ্রোভার জানান, প্রচণ্ড গরমের ফলে চোখের স্নায়ু শুকিয়ে যাচ্ছে। এর ফলে চোখ ফুলে যাচ্ছে। চোখের আর্দ্রতা কমে যাওয়া এবং চোখের ফোলাভাবকে ড্রাই আই সিনড্রোম বলে। যখন সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের উপর পড়ে, তখন কর্নিয়াও ক্ষতিগ্রস্ত হয় এবং কর্নিয়ায় জ্বালা-পোড়া ভাব হতে পারে।এর ফলে দৃষ্টি ঝাপসা হওয়ার সমস্যা হয়। এসব সমস্যার সময়মতো চিকিৎসা না হলে চোখের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।