You will be redirected to an external website

Makhana: দিনের মধ্যে এই সময়ে মাখানা খান, পেটে চর্বির কোনও চিহ্ন থাকবে না

Makhana:-দিনের-মধ্যে-এই-সময়ে-মাখানা-খান,-পেটে-চর্বির-কোনও-চিহ্ন-থাকবে-না

দিনের মধ্যে এই সময়ে মাখানা খান

ক্যালোরি মেপে খাবার খাচ্ছে। তালিকায় যুক্ত হয়েছে শরীরচর্চাও। মাখানার মধ্যে যেহেতু ক্যালোরি একেবারেই থাকে না তাই ওজন কমানোর জন্য আজকাল অনেকেই মাখানা খান। মাখানার মধ্যে ভালো পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। কোলেস্টেরল কমাতে তাই মাখানা সাহায্য করে। সঙ্গে থাকে ক্যালশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়ামের মত খনিজ উপাদান। আরও থাকে বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের সমস্যা, ক্যানসার- নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই মাখানা। ওজন কমানোর জন্য খুবই ভাল কাজ করে মাখানা আর তাই ডায়াটেশিয়ানরা স্ন্যাক্স হিসেবে মাখানা রাখার পরামর্শ দেন। মাখানা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে ফলে খুব সহজেই চর্বি গলে যেতে পারে। 

মাখানায় থাকে প্রচুর পরিমাণ পুষ্টি। একই সঙ্গে এর মধ্যে ক্যালোরির পরিমাণও অনেকটা কম থাকে। যে কারণে মাখানা ওজন কমাতে সাহায্য করে। মাখানার মধ্যে থাকে প্রোটিন ভরপুর। ফলে তা শরীরে প্রোটিনের চাহিদা মেটায় আর অতিরিক্ত খাওয়ার হাত থেকে আমাদের লোভ নিয়ন্ত্রণে রাখে। মাখানার গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম, যে কারণে ওজন বেড়ে যাওয়ার কোনও আশঙ্কা থাকে না।

ক্যালোরি কম থাকায় মাখানা পেটের চর্বি গলানোর কাজে আসে। এর মধ্যে ভাল ফ্যাট অনেকটা বেশি পরিমাণে থাকে। ফলে পেটের মেদ দ্রুত ঝরে যেতে পারে ।

মাখানা জল খাবার হিসেবেও খেতে পারেন। সকালে বা মিড মর্নিং স্ন্যাকস হিসেবে গ্রিন টি- এর সঙ্গে মাখানা চলতে পারে। যদি মশলাদার কোনও স্ন্যাকস পছন্দ হয়

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

coconut-water:-জিমে-গিয়ে-ঘাম-ঝরাতে-হবে-না,-ভরসা-রাখুন-ডাবের-জলে Read Next

coconut water: জিমে গিয়ে ঘাম ঝরাত...