You will be redirected to an external website

Coffee Benefits: এই গরমে ঘি দিয়ে খান কফি, সারাদিন থাকবেন চনমনে

Coffee-Benefits:-এই-গরমে-ঘি-দিয়ে-খান-কফি,-সারাদিন-থাকবেন-চনমনে

এই গরমে ঘি দিয়ে খান কফি, সারাদিন থাকবেন চনমনে

বাইরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল মাসের শেষেই এই অবস্থা। এখনও পর্যন্ত কালবৈখাশীর দেখা মেলেনি। রাজ্য, তথা গোটা দেশেই লু বইছে। তার মধ্যে রোজ পিঠে ল্যাপটপের ভারী ব্যাগটা চাপিয়ে অফিসে যেতে হচ্ছে বাসে চেপে। শরীর কাহিল হয়ে পড়ছে। 

কৃতি শ্য়ানন থেকে শুরু করে অনন্যা পাণ্ডের মতো অভিনেত্রীদেরকেন প্রিয় এই বুলেট কফি জানেন? এই বিশেষ পদ্ধতিতে তৈরি কফির রয়েছে একাধিক গুণ। বানানোও সহজ। এক কাপ গরম জলে এক চামচ কফি পাউডার এবং এক চামচ ঘি ফেলে খান। পাবেন একাধিক উপকার।

 খিদে নিয়ন্ত্রণে

তেলে জলে মেশে না ঠিকই, কিন্তু ঘি-কালো কফির মিশ্রণে ওজন কমার সঙ্গে কমে খিদেও। বারবার খিদে পেলে ওজন বাড়তে পারে। সেই সমস্যা কমায় বুলেট কফি।

পরিষ্কার পেট

পেট পরিষ্কার না হলে, স্টুল পরিষ্কার না হলে কিংবা কোষ্ঠকাঠিন্য থাকলে সেই সমস্যা মিটতে পারে। সারাদিন ফুরফুরে থাকা যায়।

প্রচুর এনার্জি

ঘুম তাড়ানোর জন্য কফির জুড়ি নেই। সেই সঙ্গে ঘি যুক্ত কফি হলে চোখের পাতা থেকে ঘুম তো পালাবেই, সঙ্গে সারাটাদিন অনেক কাজ করার শক্তি পাবেন।

কার্যকরী ওয়ার্ক আউট

বুলেট কফি খেয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ় করুন। পাঁচদিনের মধ্য়ে ফল পাবেন। একে ঘি কাটবে ফ্যাট, এক্সারসাইজ় করার অনেকবেশি শক্তি পাবেন আপনি। ক্লান্ত থাকবেন না।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Tan-Removal-Body-Scrub:রোদে-বেরিয়ে-হাত-পায়ে-ট্যান-পড়েছে?--এই-স্ক্রাব-পাবেন-ফর্সা-ত্বক Read Next

Tan Removal Body Scrub:রোদে বেরিয়ে হাত-...