You will be redirected to an external website

Benefits of Seeds: স্বাস্থ্যগুণে সব্জি, ফলকেও পিছনে ফেলে দেয় সব্জির বীজ

Benefits-of-Seeds:-স্বাস্থ্যগুণে-সব্জি,-ফলকেও-পিছনে-ফেলে-দেয়--সব্জির-বীজ

জীবনযাপনের একটা অঙ্গ হল সবুজ শাকসব্জি খাওয়া

স্বাস্থ্যকর জীবনযাপনের একটা অঙ্গ হল সবুজ শাকসব্জি খাওয়া। মাছ, মাংস, ডিমের পাশাপাশি ঘুরিয়ে-ফিরিয়ে নানা সব্জি খাওয়াও জরুরি। ওজন কমানো থেকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, সব্জি খাওয়ার সুফল কম নয়। তবে শুধু সব্জি নয়, বিভিন্ন সব্জির বীজও সমান ভাবে উপকারী। কোনও কোনও ক্ষেত্রে বীজের স্বাস্থ্যগুণ সব্জিকেও ছাপিয়ে যায়। তাই সব্জির বীজকে অবহেলা করলে চলবে না। বরং বাড়তি গুরুত্ব দিতে হবে। বিভিন্ন সব্জির বীজে রয়েছে ভিটামিন, খনিজ পদার্থের মতো পুষ্টিগুণ।

লাউয়ের বীজ

লাউ যদি কচি হয়, তা হলে বীজ-সহ রান্না করলেই ভাল। তবে লাউ খানিকটা পেকে গেলে বীজ ফেলে দিয়ে রান্না করেন অনেকে। পুষ্টিবিদেদের মতে, এই অভ্যাস একেবারেই ভাল নয়। লাউয়ের বীজের রয়েছে বিভিন্ন স্বাস্থ্যগুণ। বীজ ফেলে দেওয়া মানে লোকসান। রান্না ছাড়াও আলাদা করে খেতে পারেন এই বীজ। অলিভ অয়েল, গোলমরিচের গুঁড়ো, প্যাপরিকা পাউডার মাখিয়ে বেক করে নিন ১৫-২০ মিনিট। খেতে বেশ ভাল লাগবে। 

কাঁঠালের বীজ

কাঁঠালের বীজের মতো উপকারী জিনিস খুব কমই আছে। অনেকেই কাঁঠাল খেয়ে বীজ ফেলে দেন। তবে কাঁঠালের ক্ষেত্রে এমন করলে ঠিক হবে না। বরং কাঁঠালের বীজগুলি ভাল করে ধুয়ে সংরক্ষণ করে রাখুন। কাঁঠালের বীজে আছে ফাইবার, খনিজ পদার্থ, বিভিন্ন প্রকার ভিটামিন। বিশেষ করে এই বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কাঁঠালের বীজের উপকারিতা বহু। বেক করে কিংবা ভেজে খাওয়া ছাড়াও বিভিন্ন রান্নায় কাঠালের বীজ ব্যবহার করতে পারেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Monsoon-Destination:-ভিজে-ভিজে-ছুটি-কাটাতে-চাইলে-ঘুরে-আসতেই-পারেন-কিছু-পর্যটনস্থল-থেকে Read Next

Monsoon Destination: ভিজে ভিজে ছুটি ক...