You will be redirected to an external website

Egg for Hair: দূষণ ও শুষ্ক আবহাওয়ার মাঝে চুলে পান কেরাটিনের এফেক্ট

Egg-for-Hair:-দূষণ-ও-শুষ্ক-আবহাওয়ার-মাঝে-চুলে-পান-কেরাটিনের-এফেক্ট

দূষণ ও শুষ্ক আবহাওয়ার মাঝে চুলে পান কেরাটিনের এফেক্ট

কয়েকদিন পরই কালীপুজো। তারপরেই ভাইফোঁটা। এই উৎসবের মরশুমে ত্বকের পাশাপাশি চুলের দেখভাল করছেন তো? উৎসবের দিনগুলোতে চুলে স্টাইল করবেন, তাই এর খেয়াল রাখা দরকার।বাতাসে শিরশিরানি ভাব। তার সঙ্গে আর্দ্রতার অভাব আর দূষণের মাত্রা বেশি। এই অবস্থায় চুলও আর্দ্রতা হারায়। চুলেরও ক্ষয় হতে থাকে। তাই এই মরশুমে চুলের যত্ন নেওয়া একান্ত জরুরি।বেশিরভাগ মানুষের হেয়ার কেয়ার সীমাবদ্ধ থাকে শ্যাম্পু-কন্ডিশনারের মধ্যে। আবার কেউ কেউ তেলের সাহায্যও নেন। কিন্তু শীত পড়ার মুখে আর উৎসবের আবহে চুলের বিশেষ পরিচর্যা দরকার। আর এক্ষেত্রে কাজে আসে ডিম। 

ডিম চুলকে পুষ্টি জোগাতে এবং চুলের মসৃণতা বজায় রাখতে সাহায্য করে। বিশেষত ডিমের হলুদ অংশে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যা চুলকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। ডিমের হেয়ার মাস্ক ব্যবহার করলে প্রোটিনও পাওয়া যাবে, যা চুলের স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২টো ডিম ভাল করে ফেটিয়ে নিন। এবার এটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট মাথায় শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন। এরপর প্রথমে ঠান্ডা জল ও পরে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

একই উপায়ে, ডিমের সঙ্গে টক দই মিশিয়েও চুলে লাগাতে পারেন। ডিম ও টক দই একসঙ্গে ফেটিয়ে চুলে মাখুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রোটিন সমৃদ্ধ এই হেয়ার মাস্ক আপনার চুলে সতেজতা এনে দেবে।টক দইয়ের সঙ্গে আপনি ডিমের সঙ্গে অলিভ অয়েল কিংবা মধু মিশিয়েও ব্যবহার করতে পারেন। ডিমের তৈরি এই হেয়ার মাস্কগুলো চুলকে ডিপ-কন্ডিশনিং করতে সাহায্য করে। যা শুষ্ক আবহাওয়াতেও চুলের আর্দ্রতা বজায় রাখে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Diwali-Party:-দিওয়ালি-পার্টি-থেকে-ফিরে-মেকআপ-তুলে-লাগিয়ে-নিন-এই-ম্যাসাজ-জেল Read Next

Diwali Party: দিওয়ালি পার্টি থেক...