You will be redirected to an external website

Skin Care Tips: ডিম শুধু চুলের নয়, ত্বকের জন্যেও উপকারী! মাখার কায়দা জানতে হবে

Skin-Care-Tips:-ডিম-শুধু-চুলের-নয়,-ত্বকের-জন্যেও-উপকারী!-মাখার-কায়দা-জানতে-হবে

ডিম শুধু চুলের নয়, ত্বকের জন্যেও উপকারী!

চায়ের সঙ্গে মুখরোচক ‘টা’ হোক বা চটজলদি রাতের খাবার— ডিম অনেকেরই প্রিয়। সস্তা অথচ পুষ্টিকর এই খাবার প্রোটিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। তবে শুধু রান্নাতেই নয়। কেশচর্চাতেও ডিম ব্যবহারের চল বহু পুরনো। কিন্তু ত্বকেও যে ডিম ব্যবহার করা যায়, সে কথা জেনেছেন সম্প্রতি। আকারে বাড়তে থাকা ওপেন পোর্‌স বা মুখের উন্মুক্ত রন্ধ্রগুলি সঙ্কুচিত করতে ডিমের সাদা অংশটি বেশ উপকারী।

ডিমের সাদা অংশের সঙ্গে ওটমিলের গুঁড়ো মিশিয়ে নিন। স্নানের আগে এই মিশ্রণ মেখে রাখুন। মিনিট দুয়েক পর হালকা হাতে ঘষতে শুরু করুন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ঘরোয়া এক্সফোলিয়েটর হিসাবে এই টোটকা দারুণ কাজের।

চড়া রোদ, নিয়মিত যত্নের অভাবে ত্বক কেমন যেন নিষ্প্রভ হয়ে পড়েছে। খরচ করে ‘ব্রাইটেনিং ক্রিম’ কেনার আগে ডিমের সাদা অংশের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণ মেখে দেখুন। কয়েক দিন ব্যবহার করলেই মুখ একেবারে ঝকঝক করবে।

 ডিমের কুসুমের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন মিনিট পনেরো। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা দারুণ উপকার পাবেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Diet-Tips:-ওজন-ঝরানোর-ডায়েটে-রাখতে-পারেন-মাখন!-কায়দা-মেনে-খেলে-কমবে-ভুঁড়ি Read Next

Diet Tips: ওজন ঝরানোর ডায়েটে রা...