You will be redirected to an external website

Beauty Tips: প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে বৃষ্টি হলেও এক ফোঁটা ঘাঁটবে না মেকআপ, কীভাবে টিপটপ রাখবেন?

Beauty-Tips:-প্যান্ডেল-হপিংয়ে-বেরিয়ে-বৃষ্টি-হলেও-এক-ফোঁটা-ঘাঁটবে-না-মেকআপ,-কীভাবে-টিপটপ-রাখবেন?

বৃষ্টি হলেও এক ফোঁটা ঘাঁটবে না মেকআপ

মাথায় বৃষ্টি নিয়ে ঠাকুর দেখতে বেরোনো ঝক্কি পোহানোর চেয়ে কম কিছু নয়। বৃষ্টিতে যেমন আপনার নতুন জামা নষ্ট হয়ে যেতে পারে, তেমনই মেকআপেরও দফারফা হয়ে যেতে পারে। যদিও এত আগে থেকে আবহাওয়াবিদরাও বলতে পারবেন না, যে ষষ্ঠী থেকে দশমী বাংলা বৃষ্টিতে ভাসবে কিনা। তবে, বৃষ্টি না হলেও ঠাকুর দেখতে বেরিয়ে আপনি ঘেমে-নেয়ে একশা হয়ে যেতে পারেন। এই অবস্থা এড়াতে মেকআপকে কীভাবে টিপটপ রাখবেন? 

বেস মেকআপ: ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন বেছে নিন। ম্যাট ফিনিশ ফাউন্ডেশন সবচেয়ে বেশি উপযোগী। সবচেয়ে ভাল হয় যদি আপনি লিকুইডের বদলে পাউডার ফাউন্ডেশন ব্যবহার করেন। এতে মেকআপ গলে যাওয়ার সম্ভাবনা কম। তবে লিকুইড ফাউন্ডেশনের মতো ফুল কভারেজ ফিনিশিং পাউডার ফাউন্ডেশন দিতে পারে না। তাই লিকুইড ফাউন্ডেশন ব্যবহারের পর ট্রান্সলুসেন্ট পাউডার লাগিয়ে নিন। এতে বেস মেকআপ সেট হয়ে যাবে।

ত্বকের যত্ন: মেকআপ শুরুর আগে ত্বকের যত্ন নেওয়া জরুরি। ক্লিনজিং, টোনিং—এই ধাপ শেষ করে হ্যালিউরনিক অ্যাসিড, ভিটামিন ই বা ভিটামিন সি যুক্ত সিরাম মেখে নিন। এরপর অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার মেখে নিন। শেষে প্রাইমার মাখতে ভুলবেন না। 

চোখের মেকআপ: পাউডার আইশ্যাডো বেছে নিন। গ্লিটার যুক্ত আইশ্যাডো ব্যবহার করা এড়িয়ে চলুন। লাইনার ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। এক্ষেত্রে আপনাকে ওয়াটারপ্রুফ আইলাইনারই বেছে নিতে হবে। মাস্কারা ব্যবহারের ক্ষেত্রেও আপনাকে এই টিপসই মানতে হবে। ওয়াটারপ্রুফ মাস্কারা সহজে গলবে না।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Read Next

Durga Puja 2023: পুজোর মরসুমে বাড়...