You will be redirected to an external website

Balcony decorating: ছোট হলেও বারান্দা সুন্দর করা যায়, বারান্দাকে সাজিয়ে তুলতে কয়েকটি টোটকা...

Balcony-decorating:-ছোট-হলেও-বারান্দা-সুন্দর-করা-যায়,-বারান্দাকে-সাজিয়ে-তুলতে-কয়েকটি-টোটকা...

ছোট হলেও বারান্দা সুন্দর করা যায়

চার দেওয়ালের মধ্যে থেকেও ওই বারান্দাটুকু যেন স্বস্তির বাতাস। কাজ থেকে ফিরে বা কাজে যাওয়ার আগে দু’দণ্ড শান্তির খোঁজে বারান্দায় গিয়ে বসেন প্রায়ই। মাঝেমধ্যে ঘরের ভোল বদলালেও বারান্দা নিয়ে খুব একটা মাথা ঘামান না অনেকে। কিন্তু বন্ধুরা এলে এই বারান্দাতেই বসতে চান। 

ক্যাফের মতো সাজাতে পারেন

ছুটির একটা দিন এই বৃষ্টিতে বাইরে বেরোতে ভাল না লাগলে বারান্দায় টি-টেবিল এবং চেয়ার পেতে ক্যাফের মতো সাজিয়ে নিতে পারেন। সন্ধে হলে টেবিলে টি-ল্যাম্প জ্বেলে মনের মানুষটির সঙ্গে চা খেতে খেতে গল্প করতে কিন্তু মন্দ লাগবে না।

বসার জায়গা রাখুন

বন্ধুবান্ধবরা বাড়িতে এসে যাতে বারান্দায় গিয়ে আড্ডা দিতে পারেন, তাই বসার জন্য যথেষ্ট জায়গা রাখুন। একই রকম চেয়ার না রেখে ছোট ছোট স্টুল বা চৌকিও রাখতে পারেন।

গাছ দিয়ে সাজাতে পারেন

সবচেয়ে সহজ পন্থা হল গাছ দিয়ে বারান্দা সাজানো। চোখের, মনের শান্তির জন্য বারান্দা ভরিয়ে রাখতে পারেন নানা রকম বাহারি গাছে। খুব বেশি জায়গা না থাকলে বনসাইও রাখা যেতে পারে।

রঙিন আসবাব রাখতে পারেন

বাড়িতে পুরনো কাঠের সিন্দুক, সিংহমুখের পায়া দেওয়া টুল, পুতুলের আলমারি রয়েছে? সেগুলিকেই সুন্দর করে রং করে নিন। নানা রকম রঙের নকশা কাটা আসবাব দিয়ে সাজিয়ে নিলেও দেখতে মন্দ লাগবে না।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

gandaraj-chingri-malai-:-চিংড়ি-দিয়ে-আর-কী-বানানো-যায়-ভাবছেন?-বানিয়ে-ফেলতে-পারেন-গন্ধরাজ-চিংড়ি Read Next

gandaraj chingri malai : চিংড়ি দিয়ে আর ...