You will be redirected to an external website

Home Decor Tips: একটু মাথা খাটিয়ে কম টাকা খরচ করেও বাড়ির ভোল বদলে যেতে পারে

Home-Decor-Tips:-একটু-মাথা-খাটিয়ে-কম-টাকা-খরচ-করেও-বাড়ির-ভোল-বদলে-যেতে-পারে

কম টাকা খরচ করেও বাড়ির ভোল বদলে যেতে পারে

নতুন বাড়ি কেনার পর ঘর সাজানো নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। কারণ নতুন বাড়ি কিনতে একটা মোটা টাকা বিনিয়োগ হয়। ফলে কম খরচে কী ভাবে ঘর সাজাবেন সেটাই ভাবতে থাকেন অনেকে। ঘর সাজানো মানেই একটা বিপুল খরচ, তেমনটা ভেবেই পিছিয়ে যান অনেকেই। তবে একটু মাথা খাটিয়ে কিন্তু কম টাকা খরচ করেও বাড়ির ভোল বদলে যেতে পারে।

যাঁরা বই পড়তে ভালবাসেন তাঁরা বইগুলিকে সুন্দর করে সাজালেই বসার ঘর সুন্দর হয়ে উঠতে পারে। বর্তমানে ছোট ছোট বইয়ের তাক পাওয়া যায় যা। যা এমনি বইয়ের আলমারির চেয়ে আলাদা। পরিচ্ছন্ন রাখতে পারলে এই ছোট ছোট তাকগুলিও দারুণ আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

দেওয়াল সুন্দর করতে নিত্যনতুন রং করার বদলে আজকাল অনেকেই ওয়ালপেপার লাগান। ওয়ালপেপারগুলি কায়দা করে দেওয়ালের গায়ে সেঁটে দিতে পারেন। ওয়ালপেপারের গুণে সাদামাটা দেওয়াল আলমারিও হয়ে উঠতে পারে ঝকঝকে।

 ছোট পাতাবাহার থেকে ক্যাকটাসঅনেকেই এখন ঘর সাজাতে ছোট ছোট গাছ ঘরে রাখেন। শুধু অন্দরসজ্জাই নয়তা ছাড়া ঘরে গাছ থাকলে তা মনের উপরেও ইতিবাচক প্রভাব ফেলে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Nails-Care:-নখ-একটুতেই-ভেঙে-যায়,প্রাকৃতিক-তেল-দিয়ে-যত্ন-নিন Read Next

Nails Care: নখ একটুতেই ভেঙে যায়,...