You will be redirected to an external website

Skin Care Tips: মেকআপ না করলেও চকচকে দেখাবে ত্বক,যদি ভরসা রাখেন ঘরোয়া টোটকার উপর

Skin-Care-Tips:-মেকআপ-না-করলেও-চকচকে-দেখাবে-ত্বক,যদি-ভরসা-রাখেন-ঘরোয়া-টোটকার-উপর

মেকআপ না করলেও চকচকে দেখাবে ত্বক

 ছুটির দিন হলে এক রকম, কিন্তু অফিস থাকলে মুশকিল। তেমন ক্ষেত্রে সেজেগুজে সময়ে বেরোনোই দুষ্কর। চড়া মেকআপ না করেও নিজেকে ঝলমলে দেখানো যায়। যদি ভরসা রাখা যায় কয়েকটি ঘরোয়া টোটকার উপর।

ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে, সে ক্ষেত্রে ত্বকের যত্নে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি। একটি পাত্রে আধ কাপ বেসন, এক চিমটে হলুদ এবং সামান্য দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। স্নান করতে যাওয়ার আগে ত্বকে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে এলে ধুয়ে নিন। রোজ না হলেও সপ্তাহে অন্তত দু’তিন দিন এটি ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।

এক চামচ দই, এক চামচ মধু ও এক চামচ গোলাপ জল দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। রাতে এই প্যাক মুখে মেখে মিনিট পনেরো রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বক বেশ জেল্লাদার দেখাচ্ছে। সকালে উঠেও এই প্যাক মুখে লাগিয়ে নিতে পারেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Sheer-Khurma-Recipe:-ইদে-রাতের-ভোজের-শেষ-পাতে-শির-খুরমা-দিয়ে-করুন-মিষ্টিমুখ Read Next

Sheer Khurma Recipe: ইদে রাতের ভোজের ...