You will be redirected to an external website

Winter Skin Care: শীতের শুরুতেই রাতে গ্লিসারিন মেখে ঘুমোতে যান,দেখে নিন কী ভাবে লাগাবেন

Winter-Skin-Care:-শীতের-শুরুতেই-রাতে-গ্লিসারিন-মেখে-ঘুমোতে-যান,দেখে-নিন-কী-ভাবে-লাগাবেন

প্রতি বছর শীত পড়লেই ত্বকে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়

প্রতি বছর শীত পড়লেই ত্বকে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। ত্বক বুড়িয়ে যায়, শুষ্ক হয়ে যায়। এই শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে হলে নিয়মিত ভাবে ত্বকের যত্ন নিতে হবে। নইলে ত্বক কালো হয়ে কুঁচকে যাবে। শীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ একেবারেই থাকে না। আর প্রকৃতিও ত্বকের থেকে যাবতীয় আর্দ্রতা শুষে নেয়। শীত পড়তে শুরু করলেও এখনও সঙ্গে ঘাম দূষণ তো আছেই। স্নান সেরে মুখে টোনার আর সানস্ক্রিন মেখে বেরোলেও রোদে ঘামে ত্বকের দফারফা হয়ে যায়।

শীতের দিনে খুব ভাল কাজ করে গ্লিসারিন আর গোলাপ জল। এখন থেকেই যদি এভাবে ত্বকের যত্ন নিতে শুরু করেন তাহলে ত্বকের আর কোনও সমস্যা থাকবে না। দেখে নিন কী ভাবে লাগাবেন। তবে গ্লিসারিন মেখে বাইরে একেবারেই বেরোবেন না, এতে মুখ বেশি কালো হয়ে যাবে। একটা বাটিতে এক ছোট চামচ গ্লিসারিন নিয়ে ওর মধ্যে একটু বেসন, ২ চামচ গোলাপ জল মেশান। এবার তা ভাল করে মিশিয়ে নিন। ক্লিনজার হিসেবে এই প্যাক খুবই ভাল কাজ করে। মুখে ভাল করে লাগিয়ে তা দেড় মিনিট রেখে নোংরা তুলে ফেলতে হবে। সেই সঙ্গে দাগ ছোপ দূর করতেও তা সাহায্য করে। এবার মুখ ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিয়ে এই প্যাক লাগান।

খুব অল্প গ্লিসারিন, মধু, অলিভ ্য়েল কয়েক ফোটা মিশিয়ে মুখে লাগান। শীতের দিনে এই ফেসপ্যাক খুব ভাল কাজ করে। একদম গ্লাস স্কিন পাবেন। সপ্তাহে দু দিন এই প্যাক লাগাতে পারেন। এই প্যাক লাগিয়ে ১০ মিনিট রেখে জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন। এতে ত্বকের যাবতীয় রুক্ষ্মতা দূর হয়ে যাবে। সব শেষে বানান গ্লিসারিনের টোনার। একটু গ্লিসারিন আর বেশি করে গোলাপ জল মিশিয়ে নিন। যে কোনও ত্বকে এই টোনার ব্যবহার করা যেতে পারে। মুখ ভাল করে ধুয়ে শুকিয়ে এই তোনার লাগিয়ে রাখুন। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

নভেম্বরের-শুরুতেই-ত্বক-আর্দ্রতা-হারাচ্ছে?-তিন-উপায়ে-ত্বকের-যত্ন-নিতে-পারেন Read Next

নভেম্বরের শুরুতেই ত্বক ...