You will be redirected to an external website

এই তেলের মাত্র দু ফোঁটাতেই ত্বক হবে কাঁচের মত চকচকে...

এই-তেলের-মাত্র-দু-ফোঁটাতেই-ত্বক-হবে-কাঁচের-মত-চকচকে...

সুন্দর ত্বকের অধিকারী হতে সকলেই চান

সুন্দর ত্বকের অধিকারী হতে সকলেই চান। আর সুন্দর ত্বকের জন্য ঠিকমতো যত্ন নেওয়াটা খুব জরুরি। ঠিক সময়ে ঘুম, খাওয়া, বেশি করে জল খাওয়া, ফল খাওয়া এসব মেনে চলতে হবে। শুধু যে ক্রিম, সাবান আর ফেশিয়ালেই কাজ হয়ে যাবে তা নয়। বেশ কয়েক বছর ধরে বাজারে রমরমা রয়েছে এসেনশিয়াল অয়েলের। সহজে যেমন কিনতে পাওয়া যায় তেমনই ত্বকের জন্যেও খুব ভাল হল এই তেল।

ত্বকে বয়সের ছাপ রুখে দেওয়া থেকে শুরু করে নানা সমস্যা সমাধান, অনেক অসাধ্যই সাধন করতে পারে এই সব এসেনশিয়াল অয়েল। এর মধ্যে সবচেয়ে প্রাচীন হল ল্যাভেন্ডার। ল্যাভেন্ডারের অনেক গুণ। এই তেলের গুণে মুখে বয়সের ছাপ আটকানো যায়। সেই সঙ্গে বলিরেখাও ঠেকিয়ে রাখা যায়। ল্যাভেন্ডার ফুলের নির্যাস থেকেই তৈরি করা হয় এই তেল। আর এই তেল মন ভাল রাখতেও ভীষণ ভাবে সাহায্য করে।

ল্যাভেন্ডার অয়েল ব্যাকটেরিয়া ধ্বংস করে। মুখের যে কোনও ক্ষত সারাতেও কাজে আসে এই তেল। নারকেল বা আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকে নানা ধরনের সংক্রমণ ও ত্বকের সমস্যা দেখা দিতে পারে। ত্বকের চুলকানি প্রতিরোধ করতেও ভূমিকা রয়েছে এই তেলের। যাঁদের একজিমার সমস্যা রয়েছে তাঁরাও ব্যবহার করতে পারেন নির্ভয়ে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

বাতাসে-বসন্তের-গন্ধ,-পলাশের-রঙে-রঙিন-হতে-ঘুরে-আসতে-পারেন-পুরুলিয়ার-বড়ন্তি-থেকে Read Next

বাতাসে বসন্তের গন্ধ, পলা...