You will be redirected to an external website

Monsoon Health Tips: ঝুম বৃষ্টিতে চা তো মজা করে খান, হতে পারে একাধিক সমস্যা...

Monsoon-Health-Tips:-ঝুম-বৃষ্টিতে-চা-তো-মজা-করে-খান,-হতে-পারে-একাধিক-সমস্যা...

অতিরিক্ত চা আমাদের স্বাস্থ্যের জন্যে একেবারেই ভাল নয়

জানলা দিয়ে বৃষ্টি দেখতে কার না ভাল লাগে। তবে এই বৃষ্টি দেখতে দেখতে কাপের পর কাপ চা খাবেন না। কারণ অতিরিক্ত চা আমাদের স্বাস্থ্যের জন্যে একেবারেই ভাল নয়। কোনও খাবারের উপরই অতিরিক্ত আসক্তি ঠিক নয়। অতিরিক্ত মদ্যপান যেমন শরীরের জন্য খারাপ তেমনই মাত্রাতিরিক্ত বিরিয়ানি খেলেও সেখান থেকে হতে পারে সমস্যা। আবার অত্যধিক চায়ের নেশাও শরীরের জন্য ক্ষতিকারক। শুধু চা খাওয়া নয়, চা বানানোর ক্ষেত্রে কিছু ভুলও আমাদের শরীরের জন্য ক্ষতি করে। অতিরিক্ত চা খেলে পাকস্থলী আর অন্ত্রেরও খুব ক্ষতি হয়। 

খুব বেশি চা নয়- চায়ের মধ্যে ট্যানিন থাকে। যা অতিরিক্ত খেলে শরীরে আয়রন শোষণ ক্ষমতা কমে যায়। আর চায়ের মধ্যে যে ক্যাফিন থাকে তা শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায়। আর তাই দিনে দু কাপের বেশি চা একেবারেই নয়।

চা পাতা একদম বেশি ফোটাবেন না। এতে চায়ের মধ্যে ক্যাফিনের পরিমাণ বাড়ে। আর এরকম বারে বারে ফোটানো চা পাতা শরীরের জন্যেও ভাল নয়। জল খুব ভাল করে গরম করে ওর মধ্যে চা-পাতা দিয়ে ভিজিয়ে রাখুন। এতে ভাল লিকার পাবেন।

খালি পেটে চা খেলে মেটাবলিজম একদম কমে যায়। এর ফলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, পেট ফোলা একাধিক সমস্যা হতে পারে। খিদে মারতে কাপের পর কাপ চা খাবেন না। দিনের শুরুতে কোনও একটা ডিটক্স ওয়াটার খেয়ে তবেই চা খান। চায়ের সঙ্গে একটা বিস্কুট হলেও খাবেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

galouti-kebab:-কবাব-খেতে-ইচ্ছে-করছে?-রাজমা-দিয়েই-বানিয়ে-ফেলুন-গৌলটি-কবাব Read Next

galouti kebab: কবাব খেতে ইচ্ছে কর...