You will be redirected to an external website

Skin Care: : স্নানের আগে রোজ নিয়ম করে অ্যালোভেরা-চাল গুঁড়ো-হলুদ মিশিয়ে লাগালেই ত্বক হবে ঝকঝকে

Skin-Care:-:-স্নানের-আগে-রোজ-নিয়ম-করে-অ্যালোভেরা-চাল-গুঁড়ো-হলুদ-মিশিয়ে-লাগালেই-ত্বক-হবে-ঝকঝকে

অতিরিক্ত ভাবে কেমিক্যাল ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যায়

শীত পড়লে ত্বকে অনেক রকম সমস্যা আসে। ত্বক শুকিয়ে যায়, ক্লান্ত-বিবর্ণ হয়ে যায়। বর্তমানে দূষণ অনেক বেশি বেড়েছে। কাজের প্রয়োজনে রোজ আমাদের বাড়ির বাইরে বেরোতেই হয়। এরপর ধুলো-বালি ময়লা সেসব ত্বকের উপর জমা হয়। এরপর দীর্ঘ সময় এসিতে কাটানোর ফলে ত্বকের অবস্থা হয় দফারফা। রোজ ফেসওয়াশ দিয়ে মুখ ধোওয়া, মুখে সানস্ক্রিন, লোশন এসব লাগানোর পরও ত্বক ঠিক থাকে না যদি ত্বকের ঠিকমত যত্ন নেওয়া হয়। শীত পড়লে আবহাওয়ার পরিবর্তন হয়, যে কারণে এই সময় ত্বক আরও বেশি রুক্ষ্ম শুষ্ক হয়ে যায়।

ত্বকে অতিরিক্ত ভাবে কেমিক্যাল ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যায়, চামড়া ঝুলে যায় তাড়াতাড়ি, মুখ বিবর্ণ হয়ে যায়। পুজোয় অনেকেই মেকআপ করেছেন, সারারাত ঠাকুর দেখেছেন, ফলে রোজকার চেনা ছন্দে বাধা পড়েছে। আর এর ফলে ত্বকও অনেক বেশি শুষ্ক হয়েছে। তাই রোজকার ক্রিম, লোশনের পাশাপাশি প্রাকৃতিক উপায়েই সারুন রূপচর্চা। ত্বকের জন্য অ্যালোভেরা খুবই ভাল। অ্যালোভেরা গাছের পাতা থেকে জেল ভেঙে নিলে সবথেকে ভাল। 

দুটো ছোট বাটিতে অ্যালোভেরা জেল ভাগ করে রাখুন। একটা বাটির মধ্যে কফি, চিনি গুঁড়ো মিশিয়ে নিন। অন্য একটা বাটিতে হলুদ, চালের গুঁড়ো, গ্লিসারিন আর নারকেল তেল মিশিয়ে নিতে হবে। প্রথমে কফি, চিনি আর অ্যালোভেরার মিশ্রণ মুখে লাগিয়ে নিন। এরপর তা ১৫ মিনিট রেখে ধুয়ে নিয়ে বাকি চাল গুঁড়োর মিশ্রণ লাগান। এতে মুখ অনেক বেশি নরম থাকবে। যাবতীয় ময়লা উঠে যাবে আর বাড়বে মুখের জেল্লাও।  সপ্তাহে অন্তত তিনদিন এই প্যাক লাগালে চামড়া ঝুলে যাবে না, ত্বক কুঁচকে যাবে না। এজিং আসবে না সাত তাড়াতাড়ি।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Soan-Papdi:-দোকানের-ভরসায়-নয়-দীপাবলিতে-বাড়িতেই-বানিয়ে-নিন-শনপাপড়ি Read Next

Soan Papdi: দোকানের ভরসায় নয় দী...