You will be redirected to an external website

মাস্কারা লাগবে না, চোখের পাতা হবে এমনিই ঘন, সুন্দর, মেনে চললে এই সব ঘরোয়া উপায়

মাস্কারা-লাগবে-না,-চোখের-পাতা-হবে-এমনিই-ঘন,-সুন্দর,-মেনে-চললে-এই-সব-ঘরোয়া-উপায়

সৌন্দর্যের অন্যতম অংশই হল চোখ

সুন্দর ঘন চোখের পাতার চাহিদা মহিলা মহলে অনেক। সৌন্দর্যের অন্যতম অংশই হল চোখ। কাজল কালো চোখ নজর কাড়ে অনেকেই।কারও চোখের পাতা হালকা হয়। কারও আবার ঘন। অনেকেই ঘন চোখের পাতা পাওয়ার জন্য মাস্কারা লাগান। তবে এটা কোনও স্থায়ী সমাধান নয়।বেশ কিছু উপায় রয়েছে যা অবলম্বন করলে চোখের পাতা ঘন করা সম্ভব। আসুন দেখে নেওয়া যাক, কী উপায়ে মিলবে সুন্দর চোখের পাতা।

এক্ষেত্রে ভরসা রাখুন ক্যাস্টর অয়েলে। ত্বকের বিভিন্ন সমস্যা মেটাতে সাহায্য করে ক্যাস্টর অয়েল। ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টর অয়েল চোখের পাতা ঘন করতেও সাহায্য করে।ঘুমানোর আগে আঙুলের ডগায় অল্প ক্যাস্টর অয়েল নিয়ে চোখের পাতায় লাগিয়ে নিন। পর-পর কয়েক দিন এটা করলে চোখের পাতা ঘন হতে বাধ্য।চুল, ত্বক, নখ—এর জন্য ভিটামিন ই-র ব্যবহার বহুমুখী। চোখের পাতা ঘন করতেও এর জুড়ি মেলা ভার। তবে চোখের ভিতরে যাতে না চলে যায়,তার জন্য ব্যবহার করার আগে বাড়তি সাবধানতা মেনে চলা জরুরি।এছাড়া ব্যবহার করতে পারেন নারকেল, বাদাম এবং অলিভ অয়েলের মিশ্রণ। এই তেলে প্রোটিন, খনিজ উপস্থিত। যা চোখের পাতা ঘন করতে সাহায্য করে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Mango-Sandesh-Recipe:-চটজলদি-বানিয়ে-ফেলুন-আম-সন্দেশ,-রইল-রেসিপি Read Next

Mango Sandesh Recipe: চটজলদি বানিয়ে ফ...