রোদহীন বারান্দাতেও বাগান তৈরি করা যায়
মনখারাপ হলে বারান্দায় বসেই কেটে যায় দীর্ঘ সময়। আবার মুষলধারে বৃষ্টি দেখতেও বারান্দাতেই ছুটে আসতে হয়। এমন প্রিয় জায়গা সুন্দর করে না সাজালে চলে! আর বারান্দার সাজ যদি হয় সবুজ গাছ দিয়ে, তা হলে মন ভাল হয়ে যেতে বাধ্য। কিন্তু রোদ আসে না বলে গাছ দিয়ে বারান্দায় সাজানোর স্বপ্ন অধরাই থেকে যায়।
বারান্দার গ্রিলগুলিতে লতানো গাছ টাঙাতে পারেন। ছোট ছোট টবে গাছ লাগিয়ে আংটা দিয়ে সুন্দর করে গ্রিলের সঙ্গে লাগিয়ে দিন। দেখতে বেশ সুন্দর লাগবে। লতানো গাছের বেশি রোদের দরকার পড়ে না।
গাছ রোদ না হয় না-ই পেল, কিন্তু পর্যাপ্ত সার যেন পায়, সে দিকে খেয়াল রাখতে হবে। সব গাছের যে একই সার, তা নয়। গাছ অনুযায়ী সার বদলে যায়। তাই কোন গাছে কী সার দেবেন, তা আগে থেকে জেনে নিন।
বেশ কিছু গাছ রয়েছে, যেগুলির বেড়ে ওঠায় রোদের দরকার পড়ে না। সেই গাছগুলি রোদহীন বারান্দায় রাখতে পারেন। মানি প্লান্ট, স্পাইডার প্লান্ট রোদ ছাড়াই ভাল থাকে। এগুলি বারান্দায় রাখতে পারেন।