You will be redirected to an external website

Manicure at Home: পার্লারে খরচ বাঁচিয়ে বাড়িতে সেরে ফেলুন ম্যানিকিওর, রইল টিপস

Manicure-at-Home:-পার্লারে-খরচ-বাঁচিয়ে-বাড়িতে-সেরে-ফেলুন-ম্যানিকিওর,-রইল-টিপস

পার্লারে খরচ বাঁচিয়ে বাড়িতে সেরে ফেলুন ম্যানিকিওর

পুজো শুরু হতে আর বেশি দেরি নেই। তাই রূপচর্চাও সেরে ফেলতে হবে এই কয়েকদিনের মধ্যে। ত্বক ও চুলের পরিচর্যার খামতি রাখছেন না কেউই। কিন্তু নখকে ভুলে গেলে চলবে না।আজকাল নখেও নেইল আর্ট করান অনেকে। আবার অনেকে পছন্দ করেন নেইল এক্সটেনশন। আবার কারও ভরসা শুধু নেলপলিশ। পুজোয় যেভাবেই নখকে সাজান, আগে ম্যানিকিওর করা জরুরি।ম্যানিকিওরের মাধ্যমে নখকে সুন্দর করে তোলা হয়। কিন্তু এর জন্য আপনাকে স্যালোঁতে গিয়ে শ'খানেক টাকা খরচ করতে হবে। হাতে যদি সময় কম থাকে বা খরচ বাঁচাতে চান, তাহলে বাড়িতেই ম্যানিকিওর সেরে ফেলুন। 

ম্যানিকিওর শুরু করার আগে পুরনো নেলপলিশ নখ থেকে তুলে ফেলা দরকার। নেলপলিশ রিমুভার দিয়ে নখগুলো ভাল করে পরিষ্কার করে নিন। একটুও যেন নেলপলিশে দাগ না থাকে। নখের কোণগুলো ভাল করে পরিষ্কার করে নিন।এবার নখগুলো কেটে নিন। খুব বেশি ছোট করবেন না। এরপর একটি বাটিতে ঈষদুষ্ণ গরম জল নিন। এতে শ্যাম্পু গুলে নিন ও লেবুর টুকরো ফেলে দিন। দু'হাত এতে মিনিট তিনেক ডুবিয়ে রাখুন। 

নখের গোড়াগুলোতে কিউটিকল ক্রিম লাগিয়ে নিন। এরপর নখের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন। তারপর একটি সুতির কাপড় বা টিস্যু দিয়ে নখগুলো মুছে নিন। দু'হাতে ভাল করে হ্যান্ড ক্রিম বা ময়েশ্চারাইজার মেখে নিন। নখের উপর ময়েশ্চারাইজার লাগাবেন না। এতে নখের উপর নেলপলিশ ধরবে না। যদি ময়েশ্চারাইজার লেগে যায়, তাহলে বাফারের সাহায্যে নখটা ঘষে নিন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Tan-Removal:-পুজোর-আগে-চাই-ট্যান-মুক্ত-ত্বক,পার্লারে-না-গিয়ে-বাড়িতেই-সমাধান-খুঁজে-নিন Read Next

Tan Removal: পুজোর আগে চাই ট্যান ...