চকোলেটের গুণে হারানো ত্বকের জেল্লা ফিরে পান ১০ মিনিটে
চকোলেট ত্বকের জন্যও খুব ভালো। ত্বকের জেল্লা ফেরাতে এর জুড়ি নেই। আজকাল তাই অনেকেই পার্লারে গিয়ে আজকাল চকোলেট ফেসিয়াল করান।তবে এ সবের জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতেই চকোলেট ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারবেন। তার জন্য কী করতে হবে চোখ বুলিয়ে নিন একবার। মুলতানি মাটির সঙ্গে চকোলেট পাউডার মিশিয়ে মাখতে পারেন। ত্বকের যত্নে মুলতানি মাটির বিকল্প নেই। তবে আর সঙ্গে চকোলেট পাউডার মেশালে আরও ভালো কাজ হবে।
একটি পাত্রে মুলতানি মাটি নিন। তাতে কয়েকচামচ চকোলেট পাউডার মেশান। এ বার জল দিয়ে গুলে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কাজ হবে।কোকো পাউডার দিয়ে চকোলেট স্ক্রাব বানিয়েও ব্যবহার করতে পারেন। এই স্ক্রাব তৈরি করার জন্য একটি বাটিতে স্ট্রবেরি নিন। তাতে কোকো পাউডার মিশিয়ে স্ক্রাবের মতো করে লাগিয়ে নিন।এ ছাড়া ব্যবহার করতে পারেন চকোলেট ক্লিনজার। ডার্ক কোকোর সঙ্গে দুধ মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি মুখে লাগিয়ে পরিষ্কার করে নিন। দেখবেন কেমন জেল্লা ফিরে পাবেন। কয়েকদিন এই টিপসগুলো মেনে চলুন। ফলাফল হাতেনাতে পাবেন। ত্বক জেল্লা ফিরে পাবে। এবং ভিতর থেকেও প্রাণবন্ত ও উজ্জ্বল হয়ে উঠবে।