You will be redirected to an external website

Ayurvedic Spot Treatment: ব্রণ বিদায় নেবে এই পাঁচ আয়ুর্বেদিক উপায়ে, মুখ হবে দাগহীন

Ayurvedic-Spot-Treatment:-ব্রণ-বিদায়-নেবে-এই-পাঁচ-আয়ুর্বেদিক-উপায়ে,-মুখ-হবে-দাগহীন

ব্রণ বিদায় নেবে এই পাঁচ আয়ুর্বেদিক উপায়ে

তেলতেলে ত্বক যাঁদের, তাঁরা গরম পড়তে না পড়তে দুশ্চিন্তায় ভুগতে থাকেন। কারণ প্যাচপেচে ধুলো, ঘাম, দূষণের সঙ্গে তাল মিলিয়ে মুখে হামলা শুরু হয় ব্রণর।ব্রণের উৎপাত থেকে নিস্তার পাওয়া মোটেই সহজ কাজ নয়। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদে ব্রণ সারানোর একাধিক উপায় বলা আছে। এ সব আয়ুর্বেদিক উপাদান আপনি স্পট ট্রিটমেন্টের মতো করে ব্যবহার করতে পারবেন! অর্থাৎ পুরো মুখে প্যাক লাগানোর দরকার নেই, শুধু ব্রণর উপরে লাগালেই হবে।

ব্রণ সারাতে দারুণ কাজ দেয় হলুদ ও তুলসি। কাঁচা হলুদ দু'চামচ পরিমাণ বেটে নিন। একইভাবে কুড়ি-পঁচিশটা তুলসি পাতা ভালো করে ধুয়ে বাটুন। তুলসি পাতা বাটা আর কাঁচা হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে ব্রণর উপরে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। নিমপাতা খুবই ভালো অ্যান্টিসেপটিক আর গোলাপজল ত্বক স্নিগ্ধ আর সতেজ রাখে। নিমপাতা বেঁটে তার মধ্যে কয়েক চামচ গোলাপ জল মিশিয়ে লাগালে দারুণ কাজ দেবে।নানারকম ব্যাকটেরিয়া নষ্ট করতে পারে মধু। এক চা চামচ খাঁটি মধুতে অল্প তুলো ডুবিয়ে ব্রণর উপরে লাগিয়ে রেখে দিন। আধ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। 

আয়ুর্বেদে প্রদাহ, ব্যথা, কাটাছেঁড়া কমাতে চন্দন ব্যাপকভাবে ব্যবহার করা হয়। গোলাপজলে বা সাধারণ জলে চন্দনগুঁড়ো গুলে ঘন পেস্টের মতো তৈরি করে তা ব্রণর উপরে লাগিয়ে রাখুন। সঙ্গে সঙ্গে শীতলতার অনুভূতি হবে। এরপর শুকোতে দিন। শুকিয়ে টান ধরলে জলে ধুয়ে ফেলুন।দুটো পাতিলেবু চিপে রস বের করে নিন। এই রসে দু'চামচ জল মেশান। মিশ্রণে তুলো ভিজিয়ে ব্রণর উপরে লাগিয়ে দিন। খুব দ্রুত ব্রণ শুকিয়ে যাবে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Dandruff-Problem:-নারকেল-তেল-দিয়েই-তাড়ানো-যাবে-নাছোড়বান্দা-খুসকিকে Read Next

Dandruff Problem: নারকেল তেল দিয়েই ...