ঘি আপনাকে বানাতে পারে গ্ল্যামার গার্ল
ঘি, আলুসিদ্ধ দিয়ে গরম ভাত হলে অনেক বাঙালিরই আর কিছু লাগে না। কিন্তু শুধু শরীরের উপকার নয়। ত্বকের পরিচর্যাতেও দারুণ কাজে লাগে ঘি। তৈলাক্ত ত্বক হোক বা শুষ্ক- মুখের জেল্লা কমে গেলে ঘি দিয়ে ফেসপ্যাক তৈরি করে মাখুন। তাহলে খুব অল্প দিনেই ত্বক হবে উজ্জ্বল।
কী করে বানাবেন ঘিয়ের ফেসপ্যাক?
শুদ্ধ ঘি কয়েক চামচ একটি পরিষ্কার পাত্রে নিন। সেখানে সম পরিমাণে বেসন এবং জল মেশান। তিনটি উপাদান একসঙ্গে ভালো করে ফাটিয়ে পেস্ট তৈরি করুন। তার পর তা সারা মুখে, গলায় মেখে নিন। মাখার পর মিনিট ১৫-২০ এভাবেই রেখে দিন। সে সময় মুখ নিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। এর পর ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে রোজ তা বা সপ্তাহে অন্তত ৩-৪ দিন ব্যবহার করুন।