You will be redirected to an external website

Ghee Face pack: লোকে চোখ সরাতে পারবে না! ঘি আপনাকে বানাতে পারে গ্ল্যামার গার্ল

Ghee-Face-pack:-লোকে-চোখ-সরাতে-পারবে-না!-ঘি-আপনাকে-বানাতে-পারে-গ্ল্যামার-গার্ল

ঘি আপনাকে বানাতে পারে গ্ল্যামার গার্ল

ঘি, আলুসিদ্ধ দিয়ে গরম ভাত হলে অনেক বাঙালিরই আর কিছু লাগে না। কিন্তু শুধু শরীরের উপকার নয়। ত্বকের পরিচর্যাতেও দারুণ কাজে লাগে ঘি। তৈলাক্ত ত্বক হোক বা শুষ্ক- মুখের জেল্লা কমে গেলে ঘি দিয়ে ফেসপ্যাক তৈরি করে মাখুন। তাহলে খুব অল্প দিনেই ত্বক হবে উজ্জ্বল। 

কী করে বানাবেন ঘিয়ের ফেসপ্যাক?

শুদ্ধ ঘি কয়েক চামচ একটি পরিষ্কার পাত্রে নিন। সেখানে সম পরিমাণে বেসন এবং জল মেশান। তিনটি উপাদান একসঙ্গে ভালো করে ফাটিয়ে পেস্ট তৈরি করুন। তার পর তা সারা মুখে, গলায় মেখে নিন। মাখার পর মিনিট ১৫-২০ এভাবেই রেখে দিন। সে সময় মুখ নিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। এর পর ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে রোজ তা বা সপ্তাহে অন্তত ৩-৪ দিন ব্যবহার করুন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Mustard-Oil-Benefits:-সর্দি-থেকে-ক্লান্তি-অনিদ্রা-যাবে-দূরে,-কেবল-ঘুমানোর-আগে-এই-কাজ-করুন Read Next

Mustard Oil Benefits: সর্দি থেকে ক্লা...