You will be redirected to an external website

green tea for skincare: পুজোর আগে জেল্লা আনতে চান? গ্রিন টি দিয়েই হতে পারে মুশকিল আসান

green-tea-for-skincare:-পুজোর-আগে-জেল্লা-আনতে-চান?-গ্রিন-টি-দিয়েই-হতে-পারে-মুশকিল-আসান

ত্বক ভিতর থেকে আর্দ্র রাখতে গ্রিন টি ভীষণ উপকারী

ত্বক ভিতর থেকে আর্দ্র রাখতে গ্রিন টি ভীষণ উপকারী। বয়সের ছাপ ঠেকিয়ে রাখতেও এই চায়ের ব্যবহার করতে পারেন। ব্রণর সমস্যাতেও এই চা ব্যবহার করতে পারেন। ত্বকের প্রদাহ কমাতেও এই কাজে আসে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, গ্রিন টি-তে থাকা বিভিন্ন অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান ত্বকে ক্যানসারের ঝুঁকি কমায়।

টোনার হিসাবে: রাস্তায় বেরোলেই ধুলো-ময়লার কারণে ত্বকের বেহাল দশা হয়। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের সমস্যা আরও বেশি। বাড়ি ফিরেই টোনার ব্যবহার না করলে ত্বকে বয়সের ছাপ পড়তে খুব বেশি সময় লাগবে না। গ্রিন টি কিন্তু টোনার হিসাবে দারুণ কাজ করে। বেশি করে গ্রিন টি বানিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। রাস্তা থেকে ফিরে বা রাতে ঘুমোনোর আগে এই টোনার ব্যবহার করুন।

স্ক্রাবার হিসাবে: নিয়মিত ত্বকের মৃত কোষ পরিষ্কার না করলে ত্বকের সমস্যা বাড়তে সময় লাগে না। মৃত কোষ দূর করতেও গ্রিন টি ব্যবহার করতে পারেন। গ্রিন টি-র পাতা অল্প জলে ভিজিয়ে ফেসওয়াশের সঙ্গে মিশিয়ে মিনিট দুয়েক ভাল করে ত্বকে ঘষে নিন। তার পর সাবান-জলে ধুয়ে নিলেই জেল্লা ফিরবে ত্বকের।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Indoor-Plants-Care:-কীটনাশক-ছা়ড়াই-বর্ষায়-সাধের-গাছগুলিকে-পোকামাকড়ের-হাত-থেকে-দূরে-রাখবে Read Next

Indoor Plants Care: কীটনাশক ছা়ড়াই ...