You will be redirected to an external website

Hair Care: বর্ষায় চুলের সমস্যা বেড়েছে? হাল ফেরাতে যা কিছু করবেন

Hair-Care:-বর্ষায়-চুলের-সমস্যা-বেড়েছে?-হাল-ফেরাতে-যা-কিছু-করবেন

সারাবছর চুলের যত্ন করা জরুরি

বর্ষাকালে যেহেতু বাতাসে আর্দ্রতা বেশি থাকে তাই চুল রুক্ষ হয়ে যায়।এছাড়া বাড়ে খুশকির সমস্যাও। সারাবছর চুলের যত্ন করা জরুরি। তবে বর্ষায় আরও বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে কিছু ঘরোয়া হেয়ার প্যাক। তাই আর দেরি না করে জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই প্যাকগুলি...চুলের জন্য ভীষণই উপকারি নারকেল তেল। আর অনেকেই হয়তো জানেন না কলাও চুলের জন্য সমান উপকারি।

কলা ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলেই কাজ হবে। একটি কলা চটকে নিন। তাতে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করুন।এছাড়া ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল, লেবু ও টি ট্রি অয়েল। অ্যালোভেরা জেলের সঙ্গে টি ট্রি অয়েল ও লেবু মিশিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

চুলের জেল্লা ফেরাতে কাজে লাগে অ্যাভোকাডো ও অলিভ অয়েলও। পাকা একটি অ্যাভোকাডো পেস্ট করে নিন। এরপর তাতে অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগিয়ে নিন।ছাড়া ব্যবহার করতে পারেন টকদই ও মধু। বেশি কিছু না টকদইয়ের সঙ্গে মধু মিশিয়ে মাখুন। ফল পাবেন।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Weight-loss-Smoothie:-ওজন-কমাতে-ম্যাজিকের-মতো-কাজ-করে-স্মুদি,-রইল-রেসিপি Read Next

Weight loss Smoothie: ওজন কমাতে ম্যাজ...