ভিটামিন ই ক্যাপসুলেই আছে সব সমস্যার সমাধান
ভিটামিন ই ক্যাপসুল। খুব সহজেই যেকোনও ওষুধের দোকানে পাওয়া যায়। এই ক্যাপসুলের এত গুণ আছে যা জানলে চমকে যাবেন। গরমে অত্যধিক রোদে শুধু ত্বক নয় ক্ষতি হয় চুলেরও। দামি শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করেও চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। স্যাঁলোতে গিয়েও সমস্যা মেটে না। চুল পড়ে যাওয়া থেকে শুরু করে পাকা চুল, সব সমস্যার সমাধান করে এই একটি ক্যাপসুল।সামনেই বর্ষাকাল। আর এই সময়টায় চুলে হাত দিলেই গোছা গোছা চুল পড়তে থাকে। তবে চিন্তার কিছু নেই। সাত আটটা ভিটামিন ই ক্যাপসুল কেটে ভিতরের তেলটা একটি পাত্রে বের করে রাখুন। এবার তাতে দুই চামচ অ্যালোভেরা। এই মিশ্রণ ভাল করে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ব্যবহার করুন। ভাল করে মালিশ করুন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। সঙ্গে সঙ্গে কমবে চুল পড়ার সমস্যা। চুলের গোড়া মজবুত হবে।
এছাড়া ক্যাপসুল কেটে সেই তেল হাতে নিয়ে ভাল করে চুলের গোড়ায় মালিশ করুন। ফাটা চুলের ডগায় মালিশ করুন। সপ্তাহে তিন দিন রাতে এভাবে ক্যাপসুল মালিশ করে রাতভর রেখে সকালে শ্যাম্পু করে নিন। প্রয়োজনে নিজের পছন্দের তেলের সঙ্গেও এই ক্যাপসুল মিশিয়ে মালিশ করতে পারেন। এতে যাদের চুল পড়ার সমস্যা আছে তা কমবে।এছাড়া একটা ডিমের সঙ্গে বাদাম তেল ও চার থেকে পাঁচটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুবার করলেই কমবে চুলের সমস্যা।