আবহাওয়া পরিবর্তনের সময়েই চুল পড়া বাড়ে
আবহাওয়া পরিবর্তনের সময়েই চুল পড়া বাড়ে। গরমকালে নানা কারণেই এই সমস্যা দেখা দিতে পারে। তবে কয়েকটি প্রাকৃতিক উপায়ের সাহায্যে আপনি অতিরিক্ত চুল পড়া কমাতে পারেন।গরমকালে চুল ভালো রাখার জন্যে আপনাকে স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে। ঘরোয়া কিছু উপাদানের সাহায্যে চুলের যত্ন নিতে হবে। গরমকালে বাড়িতে চুলের যত্ন কী ভাবে নেবেন?
- গরমকালে চুলের যত্ন নেওয়ার জন্যে কী কী টিপস মেনে চলতে হবে, সেই নিয়ে এই প্রবন্ধে আলোচনা করা হবে ঠিকই। কিন্তু তার আগেও জেনে নেওয়া প্রয়োজন যে, গরমকালে কোন কোন কারণে অতিরিক্ত পরিমাণে চুল উঠতে পারে?গরমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। ঘাম বেশি হয়। স্ক্যাল্পে ঘাম জমলে এবং চুলের গোড়ায় ময়লা বসে থাকলে স্বাভাবিকভাবেই চুল পড়ার হার বাড়তে পারে।
- নারকেল তেল হালকা গরম করে নিন। এই গরম তেল আপনার স্ক্যাল্পে মালিশ করুন। সপ্তাহে ২-৩ বার মালিশ করতে পারেন।চুলে প্রোটিনের ঘাটতি মেটাতে সাহায্য করে নারকেল তেল। ফলে, ক্ষতিগ্রস্ত চুলকে আবার রেশমের মতো নরম করে তুলতে পারে। আপনি প্রিওয়াশ বা পোস্টওয়াশে ব্যবহার করতে পারেন। নারকেল তেল মালিশ করলে আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে। ফলত, চুলের বৃদ্ধিও হয় দেখার মতোই।
অ্যালোভেরায় এমন কিছু গুণ আছে, যা চুল পড়া কমায়। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনেউল্লেখ করা হয়েছে। অ্যালোভেরা জুস পান করলে চুলের গোড়া মজবুত হয়। ইচ্ছা হলে, আপনি স্ক্যাল্পে সরাসরি লাগাতে পারেন অ্যালোভেরার রস। উপকার পাবেন।