You will be redirected to an external website

Hair fall solution: এক সপ্তাহেই বন্ধ হবে চুলপড়া, বাড়িতে যদি বানিয়ে নেন পেঁয়াজ তেল

Hair-fall-solution:-এক-সপ্তাহেই-বন্ধ-হবে-চুলপড়া,-বাড়িতে-যদি-বানিয়ে-নেন-পেঁয়াজ-তেল

বাড়িতে যদি বানিয়ে নেন পেঁয়াজ তেল

শীতের দিনে খুশকি হলে মাথা যেমন চুলকোয় তেমনই চুল পড়ে যায়। শীতে মাথার স্ক্যাল্পও শুকনো হয়ে যায়। শুধু তাই নয়। শীতের দিনে অনেকেই ঠান্ডার কারণে চুলে ঠিকমতো শ্যাম্পু করতে চান না এদিকে বাইরে বেরোলে চুলের উপর দূষণের প্রভাবে নোংরাও জমে। চুলে ময়লা জমলে চুল বেশি পড়ে। এছাড়াও চুল পড়ার অনেক কারণ থাকে। হরমোনের অসামঞ্জস্যতা থেকে চুল পড়ে। ঠিকমতো খাবার না খেলে চুল পড়ে। কোনও শরীর খারাপ থেকে উঠলে তারপরও চুল ঝরে টাক পড়ে যায় চুল উঠে যেতে থাকলে এখন অনেকেই বাজার চলতি তেল-শ্যাম্পু কিনে এনে লাগান। এছাড়াও অনেকে নানা রকম ট্রিটমেন্ট করান। এতে যে চুল খুব ভাল হয়ে যায়, সব সমস্যা দূর হয়ে যায় এমনটা নয়। আর তাই রইল ঘরোয়া এই ট্রিটমেন্টের হদিশ

পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার। যা চুল ঘন করতে সাহায্য করে। এমনকী চুল পড়া কমায় ও বৃদ্ধিতে সাহায্য করে। এই পেঁয়াজের রস কোলাজেন উৎপাদনও বাড়িয়ে দিতে পারে প্রতিদিন আমাদের চুল পড়বেই। আর এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। আবহাওয়া পরিবর্তনের কারণে ও দূষণ এবং অন্যান্য কারণে চুল পড়তে থাকে। এক্ষেত্রে খুব ভাল কাজ করে পেঁয়াজের রস চুল পড়ার মতো একটি সমস্যা অসুখের আকারও নিতে পারে। অ্যালোপেসিয়া এরিয়াটা রোগে আক্রান্ত হলে প্রচুর পরিমাণে চুল পড়তে থাকে। এই সময় পেঁয়াজের তেল না লাগয়ে আগে চিকিৎসকের পরামর্শ নিন। তাতেই কিন্তু কাজ হবে দুটো পেঁয়াজ সম্পূর্ণ মিহি করে বেটে নিতে হবে। মোট ৫০ গ্রাম পেঁয়াজ বাটা লাগবে। পেঁয়াজের রস বের করে নিতে হবে। নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে। এবার তা ছেঁকে ঠান্ডা করে মথায় ঘষে ঘষে লাগান। ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

ভাতের-ফ্যানের-সঙ্গে-কফি-মিশিয়ে-তুলুন-ট্যান,-ঝলমল-করবেন-সরস্বতী-পুজোর-আগে Read Next

ভাতের ফ্যানের সঙ্গে কফি ...