জেল্লা ফেরাতে বাড়িতেই হোক ফ্রুট ফেসিয়াল
কীভাবে হাল ফিরবে তাই ভাবছেন তো? ত্বকে জেল্লা ফেরাতে পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। ফ্রিজে ফল আছে তো? তাহলেই হবে।এ বার বাড়িতেই করে নিতে পারবেন ফ্রুট ফেসিয়াল। এই ফেসিয়াল ত্বককে পুষ্টি জোগায়। সেই সঙ্গেই ত্বককে জেল্লাদার বানিয়ে দেয়।এই ফেসিয়াল করতে লাগবে পেঁপে, কলা, কমলালেবু, বেদানা। আর লাগবে মধু,ওটস,ময়দা ও টকদই। প্রথমেই স্ক্রাব করে নেওয়া জরুরি। স্ক্রাবের জন্য টকদইয়ের সঙ্গে ওটস মিশিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন।
এ বার তা দিয়ে সার্কুলার মোশনে স্ক্রাব করে নিনি। তারপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এরপর বেদানার সঙ্গে ময়দা ও মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। যদি আপনার শুষ্ক ত্বকের সমস্যা থাকে তবে মাস্কে অবশ্যই কলা ব্যবহার করুন। কলায় ভিটামিন কে,সি, ই, ফাইবার রয়েছে। যা প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে। এ বার এই মাস্কে পেঁপে মিশিয়ে গোটা মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।এরপর টকদইয়ের সঙ্গে পেঁপে ও মধু মিশিয়ে ফাইনাল প্যাকটা তৈরি করে নিন। চাইলে এতে কাঁচা দুধও দিতে পারেন। এটা ভালো করে ম্যাসাজ করুন গোটা মুখে।