You will be redirected to an external website

তৈলাক্ত ত্বক নিয়ে গরমে নাজেহাল হয়ে পড়েছেন?গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কী ভাবে?

তৈলাক্ত-ত্বক-নিয়ে-গরমে-নাজেহাল-হয়ে-পড়েছেন?গরমে-তৈলাক্ত-ত্বকের-যত্ন-নেবেন-কী-ভাবে?

তৈলাক্ত ত্বক নিয়ে গরমে নাজেহাল হয়ে পড়েছেন

তৈলাক্ত ত্বক মানেই নাক এবং কপাল জুড়ে তেলের খনি। গরমে ঘেমেনেয়ে ত্বক আর বেশি তৈলাক্ত হয়ে ওঠে। তবে অনেক সময়ে মিশ্র ত্বকের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়। গরমে কী ভাবে নেবেন তৈলাক্ত ত্বকের যত্ন?

গরমকালে অনেকেই মনে করেন যত বার মুখ ধোয়া হবে, ততই ভাল। ব্রণর আশঙ্কা কমবে এর ফলে। যত বেশি মুখ ধোবেন, ত্বকের প্রাকৃতিক তেল কমে যাবে। ততই ত্বক আরও বেশি করে তেল উৎপাদন করবে। দিনে দু’বার হালকা কোনও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলেই যথেষ্ট। বাকি সময়টা অস্বস্তি হলে ফেস মিস্ট ব্যবহার করতে পারেন। কিংবা মুখ মুছে নিতে পারেন।

তৈলাক্ত ত্বকের খেয়াল রাখতে ময়েশ্চারাইজারের ব্যবহার অত্যন্ত জরুরি। ত্বকের আর্দ্রতা কমে গেলে তখনই আরও বেশি পরিমাণে তেল উৎপাদন করে ত্বক। তাই ত্বকের সঙ্গে মানানসই কোনও ময়েশ্চারাইজার মুখ ধোয়ার পর অবশ্যই লাগাবেন। সে ক্ষেত্রে হালকা কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করাই ভাল। সেরাম ব্যবহার করলে সেটাও হওয়া উচিত হালকা।

ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণ করার একটি সহজ উপায়, সঙ্গে ব্লোটিং পেপার রাখা। নাক খুব বেশি তেলতেল করলে সেটা ব্লটিং পেপার দিয়ে শুষে নিন। তা হলে দেখবেন ত্বক অনেক বেশি সতেজ মনে হচ্ছে।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Weight-Loss:-পাতে-রোজ-শুধুই-সেদ্ধ-মুসুর-ডাল?-স্বাদবদল-করতে-বানাতে-পারেন-মুসুর-ডালের-কবাব Read Next

Weight Loss: পাতে রোজ শুধুই সেদ্...