You will be redirected to an external website

Skin Care: বাড়িতে কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নেন এই মাস্ক,একরাতেই ট্যান হবে দূর

Skin-Care:-বাড়িতে-কর্নফ্লাওয়ার-দিয়ে-বানিয়ে-নেন-এই-মাস্ক,একরাতেই-ট্যান-হবে-দূর

বাড়িতে কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নেন এই মাস্ক

রোজ অফিস, স্কুল, কলেজ সামলে চলে ত্বকের যত্নের জন্য তেমন সময় পাওয়া যায় না। উপরি পাওনা হিসেবে দূষণ, রোদ, গরম আর ঘাম তো আছেই। দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা। বৃষ্টি মাঝেমধ্যে হলেও গরম যেন কমতেই চাইছে না। যদিও এবার প্রয়োজনের তুলনায় বৃষ্টি খানিকটা কমই হয়েছে। ওয়ার্ক ফ্রম হোম এখন প্রায় উঠেই গিয়েছে। সবাইকে রোজ অফিস যেতে হচ্ছে। সকালে বেরনোর সময় যতই সানস্ক্রিন ব্যবহার করা হোক না কেন রোদে, ঘামে তার কিছুই অবশিষ্ট থাকে না। দিনের পর দিন ঘাম, ময়লা জমতে জমতে ত্বকে কালো ছোপ পড়ে যায়।

এক্ষেত্রে ভরসা হোক বাড়িতেই। সময় বাঁচবে আর ত্বকও ভাল থাকবে। আল্প বিস্তর মেকআপ এখন সবাই করেন। সেই মেকআপ বাইরে থেকে ফিরে এসে তুলে ফেলাও জরুরি। দিনের পর দিন তা যদি মুখে জমতে থাকে তাহলে মুখের সব পোরস বন্ধ হয়ে যায়। এতে ঠিকভাবে বায়ু চলাচল করার মত সুযোগও থাকে না। এতে ত্বক রুক্ষ্ম হয়ে যায়, শুকিয়ে যায়। আর তাই বাড়িতেই বানিয়ে নিন এই ফেসিয়াল প্যাক। সকালে স্নানের আগে বা রাতে বাড়ি ফিরে মুখ পরিষ্কার করে লাগাতে পারেন। এতে মুখ ভল থাকবে, চকচকে পরিষ্কার থাকবে। সেই সঙ্গে গ্লো-বাড়বে।

ফেয়ারনেস ফেসমাস্ক বাড়াতে কর্নফ্লাওয়ার লাগবে ২ চামচ। এর মধ্যে তিন চামচ দুধ মিশিয়ে নিতে হবে। এই দুধ আর কর্নস্টার্চ গ্যাসে বসিয়ে ভাল করে নাড়তে হবে। নইলে তা তলায় বসে যাবে। দুধ একটু বেশি পরিমাণেই দেবেন। দুধ দিয়ে ফুটিয়ে নাড়তে থাকলে একটা জেল তৈরি হয়ে যাবে। এবার চামচ দিয়ে নাড়িয়ে এই মিশ্রণ ঠান্ডা করুন। এবার এর মধ্যে কফি মিশিয়ে মাস্ক বানাতে হবে। ট্যানও পুরো দূর করে দিতে পারে এই মাস্ক। মুখ ভাল করে ধুয়ে এই মাস্ক লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। 

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Weight-Loss-Dinner:-রাতারাতি-মেদ-ঝরবে-যদি-ডিনারে-ভাত-রুটি-ছেড়ে-এই-খাবার-খান Read Next

Weight Loss Dinner: রাতারাতি মেদ ঝরব...