You will be redirected to an external website

Drinks for Diabetic: ডায়াবিটিসের রোগীদের জন্য রইল পানীয়ের হদিস,কোন কোন পানীয় খেতে পারেন?

Drinks-for-Diabetic:-ডায়াবিটিসের-রোগীদের-জন্য-রইল-পানীয়ের-হদিস,কোন-কোন-পানীয়-খেতে-পারেন?

ডায়াবিটিসের রোগীদের জন্য রইল পানীয়ের হদিস

মাঝেমধ্যে বৃষ্টির কারণে সামান্য স্বস্তি মিললেও দুপুরে রাস্তায় বেরোনো মানেই ঘেমেনেয়ে একাকার অবস্থা। এই পরিস্থিতিতে প্রচুর পরিমাণে জল খাওয়ার পরমর্শ দেন পুষ্টিবিদরা। জলের ঘাটতি মেটানোর পাশাপশি শরীরকে ঠান্ডা রাখাও ভীষণ দরকার। 

বাজারজাত সস্তা-দামি পানীয়তে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও ভরপুর মাত্রায় চিনি থাকে। যা শরীরের পক্ষে মোটেই ভাল নয়। তাপদাহ থেকে বাঁচতে ডায়াবেটিকরা কোন কোন পানীয় খেতে পারেন?

বেলের শরবত

বেল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এতে অ্যান্টিঅক্সিড্যান্টও ভাল মাত্রায় থাকে। অনেকেই চিনি দই দিয়ে মেখে বেলের শরবত খান। তবে ডায়াবিটিস থাকলে বেলের ক্বাথ বার করে জলের সঙ্গে মিশিয়ে ভাজা জিরে ও চাটমশলা দিয়ে খেতে পারেন।

দইয়ের ঘোল

বাড়িতে ঘোল তৈরির সবচেয়ে সহজ উপায় হল দইয়ের সঙ্গে জল মিশিয়ে তাতে নুন ও ভাজামশলা, ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করা। এই পানীয়টি প্রোবায়োটিকের ভাল উৎস যা অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে, হজমে সাহায্য করে শরীরে জলের ঘাটতি কম করে। ডায়াবেটিক রোগীরা চিনি ছাড়া এই পানীয় উপভোগ করতে পারেন।

লেবু-আদার শরবত

আদা ডায়াবিটিস রোগীদের পক্ষে দারুণ উপকারী। টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে আদা। ডায়াবিটিসের কারণে চোখের দৃষ্টিশক্তি কমতে শুরু করে। আদা খেলে সেই সমস্যার হাত থেকেও রেহাই পাওয়া যায়। তাই গরমের দিনে লেবু-আদার শরবত খেতেই পারেন। তবে অবশ্যই চিনি ছাড়া।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Natural-Sunscreen:-চিটচিটে-ঘাম-থেকে-ত্বককে-বাঁচাতে-বাড়িতেই-বানান-সানস্ক্রিন Read Next

Natural Sunscreen: চিটচিটে ঘাম থেকে ...