You will be redirected to an external website

Detox Water: সারাদিনে কত লিটার ডিটক্স ওয়াটার খেলে ওজন কমবে?

Detox-Water:-সারাদিনে-কত-লিটার-ডিটক্স-ওয়াটার-খেলে-ওজন-কমবে?

সারাদিনে কত লিটার ডিটক্স ওয়াটার খেলে ওজন কমবে?

ত্বক হোক বা পেটের সমস্যা, জলেই রয়েছে সমাধান। তবে, আজকাল ডিটক্স ওয়াটারের গুরুত্ব বেড়েছে। ওজন কমানো থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সহায়ক এই ডিটক্স ওয়াটার। আর গরমে ঠান্ডা ডিটক্স ওয়াটারে গলা ভেজালে আরামও জুড়িয়ে যায়।

মূলত ডিটক্স ওয়াটার কিছু ফল ও ভেষজ উপাদান দিয়ে তৈরি হয়। ফলে, সাধারণ জলের তুলনায় ডিটক্স ওয়াটারের গুণাগুণ বেশি। ডিটক্স ওয়াটারের মাধ্যমে আপনি ওই ফলের গুণও শরীরে পাচ্ছেন। সারাদিন ধরে এক বোতল ডিটক্স ওয়াটার খেলে শরীরও তরতাজা থাকে। এত উপকারিতা থাকা সত্ত্বেও অনেক সময় ডিটক্স ওয়াটার খেলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। 

সবার দেহে জলের চাহিদা সমান নয়। গরমে অবশ্যই বেশি জল খেলে শরীর সুস্থ থাকে। কিন্তু বেশ কিছু অসুখ বা শারীরিক অবস্থায় জল কম খেতে হয়। যেমন কিডনির জটিল অসুখে মেপে মেপে জল খেতে হয়। সেক্ষেত্রে ডিটক্স ওয়াটার খেলে বিপদ। তাই চিকিৎসকের পরামর্শ নিয়েই ডিটক্স ওয়াটার খাওয়া উচিত।

ডিটক্স ওয়াটার ওজন কমাতে সবচেয়ে বেশি সহায়ক। কিন্তু এক টানা ডিটক্স ওয়াটার খেতে থাকলে ওজন কমবে না। বরং, আপনার বিপাকহার কমে যাবে। এতে দেহের পেশিও দুর্বল হয়ে পড়বে। ওজন কমবে না উল্টে সারাদিন ক্লান্তি অনুভব করবেন।

 অত্যধিক পরিমাণে ডিটক্স ওয়াটার খেলে পেশিতে চাপ পড়তে পারে। পেশিতে ব্যথা, বুকে ব্যথা, এমনকি লিভারের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। অনেক সময় হার্টের উপরও চাপ সৃষ্টি হয়।

ডিটক্স ওয়াটার খেলে দেহে ভিটামিন ও মিনারেলের ভারসাম্য বজায় থাকে। কিন্তু আপনি যদি মাত্রাতিরিক্ত ডিটক্স ওয়াটার খান। কিংবা সারাদিন ধরে শুধুই ডিটক্স ওয়াটার খেতে থাকেন, তখনই বিপদ বাড়ে। এতে দেহে ভিটামিন ও মিনারেলের ভারসাম্যহীনতা তৈরি হয়।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Cucumber-Juice-for-Hair:-মুখে-শসার-রস-তো-মেখেছেন,-এ-বার-মাথায়-মেখে-দেখুন-চুলের-কী-উপকার-হয় Read Next

Cucumber Juice for Hair: মুখে শসার রস তো ...