You will be redirected to an external website

Monsoon Home Decor: মেঘলা দিনে ঘরের সাজে আনুন বদল,ঘর সাজানোয় কতটা বদল আনবেন?

Monsoon-Home-Decor:-মেঘলা-দিনে-ঘরের-সাজে-আনুন-বদল,ঘর-সাজানোয়-কতটা-বদল-আনবেন?

ঘর সাজানোয় কতটা বদল আনবেন?

মেঘলা দিনে মন যেন পাড়ি দেয় মেঘেদের দেশে। বদলে যায় প্রকৃতির রূপও। তবে প্রকৃতির পাশাপাশি নিজের ঘরের সাজেও তো খানিক বদল আনা জরুরি। বর্ষায় খাবারদাবার থেকে পোশাক, সবেতেই বদল আসে। সেই তালিকায় ঘর তো বাদ যেতে পারে না। 

 ভিজে জামা, জুতো, ছাতা রাখুন ঘরের নির্দিষ্ট কোণে। ঘরে ঢোকার মূল দরজার পাশেই পাটের অথবা রবারের পাপস রাখুন। তার পাশেই খুলে রাখুন ভিজে জুতো, ছাতা, রেনকোট। আলাদা ঝুড়িতে ভিজে পোশাকগুলি রাখতে পারেন। তবে যেখানেই রাখুন ছড়িয়ে-ছিটিয়ে রাখবেন না।

বর্ষায় সোফা থেকে দেওয়ালে বসতে পারে রঙের মেলা। এক রঙা সোফায় রাখুন উজ্জ্বল রঙের কুশন। এ ছাড়াও টেবিল ল্যাম্প, ফুলদানিতেও থাক রঙের ছোঁয়া। দেওয়ালে নানা রঙিন ছবি, শোপিস টাঙাতে পারেন। বর্ষায় মন উদাস হয় বেশি। এত রঙের মাঝে থাকলে মন খারাপ হওয়ার সুযোগ হবে না।

মুষলধারে হোক কিংবা ঝিরঝিরে, জানলার ধারে বসে সারা দিন বৃষ্টি দেখতে, বৃষ্টির আওয়াজ শুনতে ভালবাসেন অনেকে। বৃষ্টিধোয়া গাছপালা যেন চোখের আরাম। তবে এমন মনোরম দৃশ্য পর্দা দিয়ে ঢেকে রাখবেন না। জানলায় যদি মোটা পর্দা থাকে, তা হলে এখনই বদলে ফেলুন। বাইরের সোঁদা গন্ধ ঘরে আসতে দিন। বরং স্বচ্ছ পর্দা লাগান।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Hair-Care:-বর্ষায়-চুলের-সমস্যা-বেড়েছে?-হাল-ফেরাতে-যা-কিছু-করবেন Read Next

Hair Care: বর্ষায় চুলের সমস্যা ...