You will be redirected to an external website

Home Decor Tips:বাড়িতে বন্ধুরা আসবেন? কী ভাবে ঘর সাজালে অতিথিদের মন জয় করতে পারবেন?

Home-Decor-Tips:বাড়িতে-বন্ধুরা-আসবেন?-কী-ভাবে-ঘর-সাজালে-অতিথিদের-মন-জয়-করতে-পারবেন?

কী ভাবে ঘর সাজালে অতিথিদের মন জয় করতে পারবেন

সন্ধ্যায় অনেকেই বন্ধুদের নিয়ে বাড়িতে আড্ডার আয়োজন করেন। অতিথি আপ্যায়নে শুধু নানা স্বাদের পদ রাখলেই হবে না। অন্দরসজ্জাতেও থাকতে হবে উৎসবের ছোঁয়া।

১) ঘরের হাল ফেরানোর প্রথম ধাপ পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলা। জমে থাকা ঝুল ঝেড়ে ফেলুন। বালিশের ঢাকা, বিছানার চাদরও বদলে ফেলুন। চেষ্টা করুন একটু রঙিন চাদর পাততে। এতে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে।

২) শুধু বিছানার চাদর নয়, ঘরের পর্দার দিকেও নজর দিন। অনেক দিন ধরে একই পর্দা ব্যবহার করে থাকলে এ বার তা বদলে ফেলার সময় এসেছে। ঘর আরও বেশি উজ্জ্বল দেখাতে গাঢ় রঙের কোনও পর্দা ব্যবহার করতে পারেন। আবার ঘরের দেওয়ালের রঙের সঙ্গে মিলিয়েও পর্দা লাগাতে পারেন।

৩) উৎসবের মরসুমে ঘরের সৌন্দর্য বাড়াতে নানা ধরনের ‘ইন্ডোর প্ল্যান্ট’ ব্যবহার করতে পারেন। বেশ অন্য রকম দেখাবে। ঘরের জানলায় সাজিয়ে অথবা ঝুলিয়েও রাখতে পারেন এই গাছগুলি। ঘরে ঢুকেই চোখে পড়বে এমন কোথায় সবুজ গাছগুলি সাজিয়ে দিন।

৪) ফুলদানিতে বেশ টাটকা এবং তাজা কিছু ফুল রাখতে পারেন। তবে তেমন কিছু করার আগে ফুলদানিগুলি পরিষ্কার করে নিন। একটু অদলবদল করে রাখতে পারেন। ফুলগুলি যত রঙিন হবে, ততই উজ্জ্বল দেখাবে ঘর।

AUTHOR :RIMA

পুজো-না-পেটপুজো:-বাড়ির-সকলকে-নতুন-কিছু-খাওয়াতে-চান?-বানাতে-পারেন-পাঁঠার-মাংসের-আখনি-পোলাও Read Previous

পুজো না পেটপুজো: বাড়ির স...

Cholesterol-Control-tips:কোলেস্টেরলের-মহাষৌধ-লাউয়ের-রস!-খালিপেটে-পান-করলেই-দূর-হবে-হাজার-ব্যাধি Read Next

Cholesterol Control tips:কোলেস্টেরলের ম...